বিখ্যাত কমেডিয়ান এবং অভিনেতা কপিল শর্মা তাঁর নতুন সিনেমা ‘কিস কিসকো পেয়ার করুঁ ২’-এর শ্যুটিং শুরু করেছেন।ছবিটি ২০১৫ সালের জনপ্রিয় কমেডি সিনেমা ‘কিস কিসকো পেয়ার করুঁ’-র সিক্যুয়েল।এই সিক্যুয়েলের পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুকল্প গোস্বামী এবং প্রযোজনায় রয়েছেন রতন জৈন ও গণেশ জৈন।
প্রথম সিনেমাটির মতোই, সিক্যুয়েলেও থাকছে হাস্যরসের ছড়াছড়ি। উল্লেখ্য, ২০১৫ সালে কপিল এই সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। প্রথম সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন একাধিক অভিনেত্রী, এবং ছবিটি দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছিল। তবে, কমেডিয়ান হিসেবে যতটা খ্যাতি কপিল অর্জন করেছেন, অভিনেতা হিসেবে তিনি সেই উচ্চতায় পৌঁছাতে পারেননি। নতুন সিনেমাটি তাঁর ক্যারিয়ারের জন্য একটি বড় সুযোগ হতে চলেছে।
তবে, কপিল শর্মা বর্তমানে একটি বিতর্কের কেন্দ্রবিন্দুতেও রয়েছেন। সম্প্রতি পাকিস্তান থেকে একটি ইমেলের মাধ্যমে কপিলকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ, তাঁর শোটি সলমন খান স্পনসর করার কারণে এই হুমকি এসেছে। মুম্বইয়ের আম্বোলি থানায় ইতিমধ্যেই একটি মামলা দায়ের হয়েছে। তদন্তে জানা গিয়েছে, ইমেলটি পাকিস্তান থেকে পাঠানো হয়েছে। মুম্বই পুলিশ সেখানকার প্রশাসনের সহযোগিতায় বিষয়টি খতিয়ে দেখছে।
এই ঘটনাকে ঘিরে বলিউডে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও কপিল শর্মা শুটিং চালিয়ে যাচ্ছেন এবং নিজের কাজকে প্রাধান্য দিচ্ছেন। তাঁর ভক্তরা নতুন সিনেমার জন্য অপেক্ষা করছেন, এবং একইসঙ্গে তাঁরা এই হুমকির বিষয়ে উদ্বিগ্ন।
কপিল বর্তমানে নেটফ্লিক্সে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর শ্যুটিংও চালিয়ে যাচ্ছেন, যেখানে তাঁর কমেডি দক্ষতা ফের মুগ্ধ করছে দর্শকদের।