যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদের জল্পনা দিন দিন জোরালো হচ্ছে। ক্রিকেটার চাহালের সঙ্গে এক অজ্ঞাতপরিচয় নারীর ভিডিয়ো কলে ব্যস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এইসব বিতর্কের মাঝেই ধনশ্রী নতুন পথ বেছে নিয়েছেন।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ধনশ্রী একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি মৃৎশিল্পের ক্লাসে অংশ নিয়ে পাত্র তৈরি করছেন। ভিডিওতে ধনশ্রী বলেন, এটা একধরনের থেরাপি, যা আমাকে ভীষণ শান্তি দিচ্ছে। আমার প্রথম মৃৎশিল্প ক্লাসে যোগ দিয়ে খুব আনন্দিত।ভিডিওটি ইতিমধ্যেই ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। ধনশ্রীর ইতিবাচক মনোভাব তাঁদের অনুপ্রাণিত করেছে।
২০২০ সালে যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রীর বিয়ে হয়। তবে সাম্প্রতিক সময়ে তাঁদের সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে। ধনশ্রী নেতিবাচক মন্তব্যের মুখে পড়ে বলেছেন, আমার নীরবতা আমার শক্তি। ফ্যাক্টস যাচাই না করে কারও চরিত্রহনন মেনে নেওয়া যায় না।
অন্যদিকে, চাহাল সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে গুজব এড়িয়ে গেছেন। তিনি ভক্তদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, “আমার জীবনের ব্যক্তিগত দিক নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই।” তবে অজ্ঞাত নারীর সঙ্গে ভিডিয়ো কলে ব্যস্ত চাহালের ছবি বিতর্ক আরও বাড়িয়েছে।
ধনশ্রী যখন জীবন নতুন করে সাজাতে ব্যস্ত, চাহালের ব্যক্তিগত জীবনের জল্পনা সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে।