সরস্বতী পুজোর আগে একদিনের জন্য বৃষ্টি হতে চলেছে। তবে জাঁকিয়ে শীত আর পড়বে না, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২ ফেব্রুয়ারি সরস্বতী পুজো। তার আগে দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে শীতল হাওয়ার আমেজ হলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতরের বিশেষজ্ঞ সোমনাথ দত্ত জানিয়েছেন, “আর জাঁকিয়ে শীত পড়বে না। কয়েকদিনের মধ্যে রাতের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমলেও পরে তা ফের বাড়বে।” ফলে জানুয়ারির বাকি দিনগুলো শুষ্ক থাকবেই।
উত্তরবঙ্গে রবিবার ও সোমবার শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কলকাতা-সহ বিভিন্ন জেলায় জানুয়ারির শেষ পর্যন্ত আবহাওয়া শুষ্কই থাকবে।
কুয়াশার কথা বললে, রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও মালদার একাংশে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। এছাড়া কালিম্পং ও দিনাজপুরের কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে হালকা কুয়াশা দেখা যাবে। তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি হয়নি।
তাই সরস্বতী পুজোর আগে বৃষ্টি হলেও শীতের বিদায়ঘণ্টা বেজে গেছে বলেই মনে করছে রাজ্যের আবহাওয়া বিভাগ।