এ বছর সাধারণতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গের ২২ জন পুলিশ কর্মকর্তা রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হচ্ছেন। এই পুরস্কারের মধ্যে বিশিষ্ট সেবা পদক পাচ্ছেন রাজ্যের দু’জন পুলিশ কর্তা, অজয় মুকুন্দ রানাডে, যিনি এডিজি (অ্যাডমিনিস্ট্রেশন) হিসেবে কর্মরত, এবং মনোজ কুমার ভার্মা, যিনি এডিজি (ইন্টেলিজেন্স ব্রাঞ্চ) হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের সঙ্গে রাষ্ট্রপতির মেধাবী সেবা পদক পাচ্ছেন রাজ্যের ২০ জন পুলিশ কর্মী, যার মধ্যে একজন মহিলা পুলিশ কর্মীও রয়েছেন। উল্লেখযোগ্য পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে সিআইডি আইজিপি রাজেশ কুমার যাদব, কোস্টাল সিকিউরিটি আইজিপি মিতেশ জৈন, বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপি গৌরব শর্মা, এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর ইন্দিরা হালদার রয়েছেন।
এছাড়া, পুলিশ মেডেল ফর গ্যালান্ট্রি (পিএমজি) ২০২৩ অনুযায়ী ১৪০ জন পুলিশ কর্মী এবং প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) ৯৩ জন পুলিশ কর্মীকে প্রদান করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে পিপিএম পুরস্কার পেয়েছেন দু’জন পুলিশ কর্মকর্তা—এডিজি জাভেদ শামিম (হেড কোয়ার্টার) এবং এএসআই শিবপ্রসাদ মুখোপাধ্যায়।