উইনডোজ প্রোডাকশনের পুজোর ছবির বিষয়ে চলছিল জল্পনা। অবশেষে তা সত্যি করে প্রযোজনা সংস্থা ঘোষণা করল ‘রক্তবীজ-২’-এর নাম। ২৬ জানুয়ারি, রবিবার সকালে একটি টিজার ভিডিয়ো পোস্ট করে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, এবারের পুজোয় মুক্তি পাবে ‘রক্তবীজ-২’।
টিজার ভিডিয়োতে দেখা গিয়েছে, ঝরে পড়া এক বিন্দু রক্ত দিয়ে লেখা হচ্ছে ছবির নাম। টিজারের ঝলকে আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীর উপস্থিতি নিশ্চিত হয়েছে। টিজারের ক্যাপশানে লেখা, “রক্তবীজের এক বিন্দু রক্ত মাটিতে পড়লে সেখান থেকে জন্ম নেয় হাজার হাজার রক্তবীজ। এই পুজোয় আবারও আসছে রক্তবীজ-২।”
প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের দুর্গাপুজোয় মুক্তি পাবে এই ছবি। এই ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
উল্লেখ্য, এর আগে জানুয়ারি মাসের শুরুতে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানান, উইনডোজ প্রোডাকশনের তিনটি ছবি মুক্তি পাবে ২০২৫ সালে। গ্রীষ্মে আসবে নন্দিতা রায় ও শিবপ্রসাদের পরিচালনায় ‘আমার বস’। ক্রিসমাসে মুক্তি পাবে ভৌতিক ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। তবে পুজোর ছবির নাম তখনো ঘোষণা করা হয়নি।
দর্শকদের অনেকেই অনুমান করেছিলেন, পুজোয় আসতে পারে ‘রক্তবীজ’-এর সিক্যুয়েল। অবশেষে সেই জল্পনাই সত্যি হলো। মিমি-আবির জুটির এই নতুন ছবি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল তুঙ্গে। এবার শুধুই অপেক্ষা ছবির মুক্তির।