বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার পর অনেকেই শুভমন গিলের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে উঠেছিলেন। তবে ঘরোয়া ক্রিকেটে ফিরে এসে রঞ্জি ট্রফিতে কর্ণাটকের বিরুদ্ধে ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলে চাপমুক্ত হয়েছেন তিনি। শনিবার পঞ্জাবের হয়ে দ্বিতীয় ইনিংসে ১৭১ বলে ১০২ রান করেছেন গিল, মেরেছেন ১৪টি চার এবং ৩টি ছয়।
এমন পরিস্থিতিতে শুভমন নিজেই তার ব্যর্থতার কারণ বিশ্লেষণ করেছেন। তিনি জানান, “লাল বলের ক্রিকেটে রান না পাওয়া নিয়ে চিন্তায় ছিলাম। অনেক সময় ২৫-৩০ রান ভালোভাবে আসছিল, কিন্তু সেটাকে বড় রানে পরিণত করতে পারছিলাম না। আমার মনে হয়, নিজের উপর অতিরিক্ত চাপ নিয়ে নিচ্ছিলাম।” গিল আরো যোগ করেন, “এটা একটা আলাদা পরিস্থিতি তৈরি করেছিল। আমি ভাবতাম, আমি সেট হয়ে গেছি, এবার বড় রান করতে হবে, কিন্তু এই মানসিকতাই সমস্যা তৈরি করছিল। যখন মনোসংযোগ হারাচ্ছিলাম, তখনই সমস্যা হচ্ছিল।”
এমনকি, শুভমন গিলের ব্যর্থতার সঙ্গে সঙ্গে ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারদেরও রান না পাওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছিল। রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো তারকারা অস্ট্রেলিয়া সফরে ব্যর্থ হন, যা দেখে উদ্বিগ্ন ছিলেন কোচ গৌতম গম্ভীর। পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ড ১০ পয়েন্টের একটি নির্দেশিকা জারি করে, যেখানে বলা হয়, সব আন্তর্জাতিক ক্রিকেটারকে বাধ্যতামূলকভাবে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।
গিলের সেঞ্চুরির পর তার আত্মবিশ্বাস বেড়েছে এবং এখন তিনি এই ইনিংসটি নিয়ে বেশ খুশি। “এই ইনিংসটা আমাকে বেশ স্বস্তি দিচ্ছে,” বলেন শুভমন। তার দুর্দান্ত ইনিংস ব্যাট হাতে আবারও তাকে ফিরে দিয়েছে সঠিক পথে।