কুয়ালা লামপুরে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের সুপার সিক্স রাউন্ডের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ভারত। রবিবার অনুষ্ঠিত এই ম্যাচে ভারত ৭ উইকেটে জয়লাভ করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। একইসঙ্গে গ্রুপ-১ থেকে অস্ট্রেলিয়াও জায়গা করে নেয় শেষ চারে।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সুমাইয়া আক্তার। তবে, নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের ব্যাটিং লাইন সম্পূর্ণ ব্যর্থ হয়। দলটি ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান সংগ্রহ করে। অধিনায়ক সুমাইয়া আক্তার সর্বোচ্চ ২১ রান করেন, যেখানে একমাত্র বাউন্ডারিটি তাঁর ব্যাট থেকেই আসে। জান্নাতুল যোগ করেন ১৪ রান। তবে বাকিরা দুই অঙ্কের রান ছুঁতে ব্যর্থ হন।
ভারতের বোলার বৈষ্ণবী শর্মা অসাধারণ পারফর্ম করেন। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। শবনম শাকিল, ভিজে যোশিতা এবং গঙ্গাদি তৃষাও প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখেন।
জবাবে ব্যাট করতে নেমে ভারত সহজেই লক্ষ্যমাত্রা অতিক্রম করে ১১.১ ওভারে। ভারতের ব্যাটিংয়ে বিশেষ অবদান রাখেন সনিকা চালকে, যিনি মাত্র ৫ বলে ১১ রান করে নট-আউট থাকেন। অধিনায়ক নিকি প্রসাদও ২ বলে ৫ রান করেন।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বৈষ্ণবী শর্মা। এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে ভারত। তবে গ্রুপ-১ থেকে এক নম্বর দল হিসেবে সেমিফাইনালে কারা যাবে, তা পরবর্তী ম্যাচের পর নির্ধারিত হবে।