প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কোল্ডপ্লের প্রধান কণ্ঠশিল্পী ক্রিস মার্টিন তাঁর গানের মাধ্যমে ভারতবাসীর হৃদয় জয় করেছেন। ব্যান্ডের পারফরম্যান্সের মাঝখানে ক্রিস পিয়ানোর সুরে শুরু করেন বন্দেমাতরম এবং মা তুঝে সালাম। তাঁর আধো উচ্চারণে গাওয়া গানগুলো মুহূর্তেই মুগ্ধ করে স্টেডিয়ামে উপস্থিত লক্ষাধিক শ্রোতাকে।
২৫ ও ২৬ জানুয়ারি আহমেদাবাদের মোতেরা অঞ্চলে অনুষ্ঠিত হয় এই ঐতিহাসিক কনসার্ট। কোল্ডপ্লে তাদের ‘মিউজিক অফ দ্য স্ফিয়ারস’ ভারত সফর শুরু করেছিল মুম্বই থেকে। নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ১৮, ১৯ এবং ২১ জানুয়ারি ব্যান্ডটি পারফর্ম করার পর আহমেদাবাদে এই বিশেষ কনসার্টের আয়োজন করা হয়।
রবিবার সন্ধ্যায় ক্রিস যখন পিয়ানো বাজিয়ে ‘বন্দেমাতরম’ গাওয়া শুরু করেন, তখন শ্রোতারা স্তব্ধ হয়ে যান। গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গোটা স্টেডিয়াম করতালিতে ফেটে পড়ে। পরে ক্রিস বলেন, ভারতমাতাকে স্যালুট।
কনসার্ট চলাকালীন ক্রিস বলিউড তারকা শাহরুখ খান এবং ক্রিকেটার জাসপ্রিত বুমরাহের নাম উল্লেখ করেন, যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। এছাড়া অতীতে ব্রিটিশ শাসনের নৃশংসতার জন্য ভারতের কাছে ক্ষমাও চেয়েছিলেন ক্রিস।
ডিজনি+ হটস্টারে ২৬ জানুয়ারি এই কনসার্ট সরাসরি সম্প্রচার করা হয়, যা সন্ধ্যা পৌনে সাতটা থেকে শুরু হয়। ভারতের সংস্কৃতি এবং প্রজাতন্ত্র দিবসকে সম্মান জানিয়ে কোল্ডপ্লের এই অসাধারণ উদ্যোগ দেশবাসীর মন ছুঁয়ে গেছে।