ট্রোলড হওয়া উর্বশী রাউতেলার কাছে যেন রোজকার ঘটনা। সম্প্রতি সইফ আলি খানের উপর হামলার বিষয়ে শোক প্রকাশ করতে গিয়ে নিজের হীরাখচিত ঘড়ি দেখানোয় শুরু হয় তীব্র কটাক্ষ। নেটিজেনরা তাঁকে ‘Beauty With No Brain’ বলে আক্রমণ করতে ছাড়েনি। তবে এবার এই সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম টেনে আনলেন অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে উর্বশী বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, শাহরুখ খান বা সলমন খানও কটাক্ষের শিকার হন। তাহলে আমাকে নিয়ে এত কথা বললে কী আর করা যাবে!
তবে কেন এই সমালোচনার মুখে পড়লেন তিনি?
সইফ আলি খানের উপর হামলা নিয়ে প্রশ্নের উত্তরে উর্বশী বলেন, এটি খুবই দুর্ভাগ্যজনক। এরপর নিজের ছবি ‘ডাকু মহারাজ’ এবং উপহার নিয়ে কথা বলতে শুরু করেন। জানান, তাঁর মা হীরাখচিত রোলেক্স ঘড়ি এবং বাবা একটি ছোট আঙুলে পরার ঘড়ি উপহার দিয়েছেন। তবে নিরাপত্তার অভাবে এগুলো প্রকাশ্যে পরতে দ্বিধা বোধ করেন।
উর্বশীর এই মন্তব্যের পরই নেটিজেনরা রোষে ফেটে পড়েন। অনেকে লেখেন, উর্বশী হামলার গুরুত্ব বোঝার চেয়ে উপহার দেখাতে ব্যস্ত। সমালোচনা আরও বাড়তে থাকায় শেষমেশ ক্ষমা চান উর্বশী। তবে তাঁর মন্তব্যে প্রধানমন্ত্রী মোদীর নাম টানা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।