চোট কাটিয়ে সম্পূর্ণ ফিট হয়ে উঠেছেন মহম্মদ শামি। অনুশীলনে চেনা ছন্দে বল করছেন বাংলার এই পেসার। তবু ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টি-টোয়েন্টি ম্যাচে প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর। এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। শামিকে কেন বাইরে রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
দলের ঘনিষ্ঠ সূত্রের দাবি, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে শামিকে বিশ্রাম দিচ্ছেন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতীয় দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক জানিয়েছেন, শামির ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই। কোটাক বলেন, “শামি পুরো ফিট। তবে ওকে এখনই খেলানো হচ্ছে না কিছু পরিকল্পনার কারণে। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ কিংবা একদিনের সিরিজে হয়তো শামি খেলবে। কোচ এবং অধিনায়কই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।”
সম্প্রতি চেন্নাই বিমানবন্দরে শামিকে গম্ভীরের সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা যায়। তাঁদের আলোচনার বিষয়বস্তু অজানা থাকলেও, এটি শামিকে প্রথম একাদশে না খেলানোর জল্পনা আরও বাড়িয়েছে।
বিশেষজ্ঞদের মতে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে জসপ্রীত বুমরাহর চোটের কথা মাথায় রেখেই শামিকে সতর্কভাবে ব্যবহার করছে টিম ম্যানেজমেন্ট। বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারলে, শামিই হতে পারেন ভারতের বোলিং আক্রমণের প্রধান ভরসা। তাই শামির শক্তি ও দুর্বলতা লুকিয়ে রাখতে চাইছে ভারতীয় শিবির।
এই সাবধানী পরিকল্পনা দলের ভবিষ্যতের জন্য ইতিবাচক হলেও শামির অনুরাগীরা তাঁর মাঠে ফেরার অপেক্ষায় দিন গুনছেন।