বলিউড বাদশা শাহরুখ খানকে চাক্ষুষ করতে প্রতিদিনই হাজার হাজার অনুরাগী ‘মন্নত’-এর সামনে ভিড় জমান। এই জনপ্রিয়তার মধ্যেই তিনি নানা সময়ে তাঁর অনুরাগীদের সঙ্গে মজা করতে পিছপা হন না। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে।
শাহরুখ খান সম্প্রতি একটি আলোচনাসভায় উপস্থিত ছিলেন, যেখানে উচ্ছ্বসিত অনুরাগীরা তার প্রতি ভালবাসা প্রকাশ করতে থাকেন। এক অনুরাগী চেঁচিয়ে বলেন, “শাহরুখ, তোমাকে ভালবাসি।” এই উত্তেজিত বক্তব্যের পর শাহরুখ মিষ্টি করে উত্তর দেন, “আমিও তোমাকে ভালবাসি। অনুষ্ঠানটা হয়ে গেলে আমরা বিয়ে করতে পারি।” কিন্তু, এর পর আরেকজন অনুরাগী কণ্ঠে উত্তেজনা নিয়ে বলে ওঠেন, “শাহরুখ, তোমাকে স্পর্শ করতে চাই।”
এই কথা শুনে শাহরুখ খান রসিকতার ছলে বলেন, “আরে, জনসমক্ষে এইভাবে কেউ বলে, ‘আমি তোমাকে ছুঁতে চাই, আমি তোমাকে ছুঁতে চাই।’ আমারও তো লজ্জা করে। এইভাবে সবার সামনে এসব কেউ বলে!” শাহরুখের এই মিষ্টি রসিকতা মুহূর্তে পুরো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এখন শাহরুখ খান তাঁর পরবর্তী ছবি ‘কিং’ নিয়ে ব্যস্ত রয়েছেন। আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে, শাহরুখের সঙ্গে সুহানা খানও অভিনয় করছেন, যা তার কন্যার বড় পর্দায় অভিষেক হতে চলেছে। শাহরুখের এই রসিকতা এবং তার অনুরাগীদের প্রতি ভালোবাসা আবারও প্রমাণ করেছে যে, পর্দায় এবং বাইরে উনি একইরকম কিং।