যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে সরস্বতীপুজোর প্রস্তুতিতে বাধা এবং ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) নেতা সাব্বির আলি ও তাঁর দলবলের বিরুদ্ধে। ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায়ের দাবি, এই কলেজে অশান্তি লেগেই রয়েছে। আদালতের নির্দেশ সত্ত্বেও বহিরাগতদের দাপট বন্ধ হয়নি। তিনি বলেন, ‘‘ডিসেম্বরে কলেজে ঢোকার সময় আমাকে হেনস্থা করা হয়েছিল। তারপর থেকে আমি বৈঠক ছাড়া ক্যাম্পাসে যাই না, তাতেও বাধা আসে। এবার পড়ুয়ারা সরাসরি থানায় গেছেন।’’ তিনি আরও জানান, অভিযুক্ত টিএমসিপি নেতা সাব্বির প্রায় ১০ বছর ধরে এই কলেজেই স্নাতক স্তরের পড়াশোনা চালিয়ে গিয়েছেন এবং এখনো ক্ষমতা বজায় রাখার চেষ্টা করছেন।
অন্যদিকে, সাব্বির নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘‘আমি দীর্ঘ ১৭-১৮ বছর ধরে সরস্বতীপুজোয় উপবাস থেকে অঞ্জলি দিই। বরং পুজো আয়োজনে সাহায্যের কথা বলেছিলাম। ধর্ষণের হুমকির অভিযোগ মিথ্যা।’’
এই ঘটনার পর কলেজে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠছে, রাজনৈতিক মদতপুষ্ট কিছু বহিরাগত কলেজের শান্তি নষ্ট করছে। পুলিশ ইতিমধ্যে অভিযোগের তদন্ত শুরু করেছে।