বিশ্ব সংগীতের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল কোল্ডপ্লে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তাঁদের দু’দিনের কনসার্টে হাজির ছিলেন ২ লাখ ২৩ হাজার মানুষ! এর মধ্য দিয়েই গিনিস বুকে নাম তুলল ব্যান্ডটি। এর আগে টেলর সুইফটের ‘দ্য ইরাস ট্যুর’-এর দখলে ছিল এই রেকর্ড।
কোল্ডপ্লের চলমান ‘মিউজিক অব স্ফিয়ার’ ট্যুর এখনও শেষ হতে বাকি ৮ মাস। কিন্তু ইতিমধ্যেই ১০.৩ মিলিয়ন টিকিট বিক্রি হয়ে গিয়েছে, যা এটিকে কনসার্টের ইতিহাসে সর্বাধিক শ্রোতাসম্পন্ন মিউজিক ট্যুর করে তুলেছে। এই রেকর্ড ভেঙেই কোল্ডপ্লে ছাপিয়ে গেল টেলর সুইফটকে।
গত ২৫ ও ২৬ জানুয়ারির উইকএন্ডে আমদাবাদের সুবিশাল স্টেডিয়ামে পারফর্ম করেন ক্রিস মার্টিনরা। দুই রাত মিলিয়ে উপস্থিত ছিলেন ২.২৩ লাখ দর্শক, যা ব্যান্ডটির ইতিহাসেও নজিরবিহীন। এই সফর শুরু হয়েছিল ২০২২ সালের মার্চে কোস্টা রিকায়। সাম্প্রতিক সফরের অংশ হিসেবে তাঁরা পারফর্ম করলেন ভারতে। এরপর ২০২৫ সালের এপ্রিল মাসে হংকং, সিওল ও আমেরিকায় কনসার্ট করার পর শেষ হবে ‘মিউজিক অব স্ফিয়ার’ সফর।
কোল্ডপ্লের অ্যালবাম ‘মিউজিক অব স্ফিয়ার’ মুক্তি পেয়েছিল ২০২১ সালে এবং মাত্র দুই সপ্তাহের মধ্যেই এটি ইংল্যান্ডের চার্টের শীর্ষে পৌঁছায়। এবার সেই অ্যালবামের নামেই বিশ্ব কাঁপানো সফর রেকর্ড গড়ল কনসার্টের ইতিহাসে।