বলিউডের ‘ভাইজান’ সলমন খান বহু অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ালেও এখনো বিয়ে করেননি। তাঁর অনুরাগীরা বরাবরই আশা করেন, একদিন হয়তো তিনি সাত পাকে বাঁধা পড়বেন। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন অভিনেত্রী অমিশা পটেল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগীদের প্রশ্নের জবাবে অমিশা জানান, সলমন ও তিনি দু’জনেই অবিবাহিত। তাই তাঁদের বিয়ে হওয়া উচিত কিনা, এই নিয়ে অনুরাগীদের কৌতূহল রয়েছে। এক ভক্ত তাঁকে বলেন, “সলমন খুবই যোগ্য, আপনিও সুন্দরী। আপনাদের বিয়ে করা উচিত, যাতে সুন্দর সন্তান জন্ম নিতে পারে।” এই মন্তব্য শুনে অমিশা হেসে বলেন, “এ তো বেশ মজার যুক্তি! এমনিতেও সুন্দর দেখতে মানুষদের একসঙ্গে দেখতে সকলের ভালো লাগে।”
তিনি আরও বলেন, “‘কহো না পেয়ার হ্যায়’ ছবির পর সকলেই চেয়েছিলেন আমি আর হৃত্বিক রোশন একসঙ্গে থাকি। কিন্তু যখন হৃত্বিক বিয়ের ঘোষণা করেন, তখন অনুরাগীদের মন ভেঙে গিয়েছিল।”
এর আগেও এক অনুরাগী এক অনুষ্ঠানে অমিশাকে বলেছিলেন, তাঁর ও সলমনের বিয়ে করা উচিত। উত্তরে অভিনেত্রী বলেন, “সলমন বিয়ে করেননি, আমিও অবিবাহিত। তাই আপনারা ভাবছেন, আমাদের বিয়ে করা উচিত? নাকি একসঙ্গে ছবিতে কাজ করা উচিত?” মজার ছলেই তিনি বলেন, “আমি তো বিয়ের জন্য অনেক দিন ধরেই প্রস্তুত, কিন্তু মনের মতো পাত্র পাচ্ছি না।”
উল্লেখ্য, ২০০২ সালে ‘ইয়ে হ্যায় জলওয়া’ ছবিতে সলমন ও অমিশা একসঙ্গে কাজ করেছিলেন। এবার তাঁদের একসঙ্গে কাজ করা নাকি বিয়ের খবর সামনে আসে, সেটাই দেখার!