বয়সের ছাপ ত্বকে পড়তে শুরু করলেই মন খারাপ? পার্লারে না গিয়েও সহজেই ত্বকের যত্ন নেওয়া সম্ভব। বিশেষজ্ঞদের মতে, ভিটামিন কে সমৃদ্ধ উপাদান দিয়ে তৈরি ফেসপ্যাক নিয়মিত ব্যবহার করলে বলিরেখা, চোখের নিচের কালি এবং শুষ্ক ত্বকের সমস্যা দূর হতে পারে।
ত্বকের যত্নে ধনেপাতা অসাধারণ একটি উপাদান। ২ চামচ ধনেপাতা বাটা, ৪ চামচ দই এবং কয়েক ফোঁটা লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন, তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
অলিভ অয়েলও ভিটামিন কে-এর ভালো উৎস। ১ চামচ অলিভ অয়েল, আধ চামচ মধু, কয়েক ফোঁটা লেবুর রস ও ডিমের সাদা অংশ মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। মিশ্রণটি নরম ব্রাশের সাহায্যে মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। এতে ত্বক টানটান হবে ও উজ্জ্বলতা বাড়বে।
তবে, যেকোনো ফেসপ্যাক ব্যবহারের আগে হাতের ত্বকে প্যাচ টেস্ট করা জরুরি। যদি কোনো অস্বস্তি না হয়, তবেই মুখে ব্যবহার করুন। নিয়মিত এই ফেসপ্যাক ব্যবহার করলে বয়সের ছাপ দূর হবে, ত্বক থাকবে সতেজ ও উজ্জ্বল!