ম্যাচের শেষ বাঁশি বাজার আগে কেরল ব্লাস্টার্স তাঁদের সম্ভাব্য শেষ আক্রমণে উঠেছিল। সেই সময় বল ছিল তাঁদের মার্কিন স্ট্রাইকার নোয়াহ সাদুইয়ির পায়ে। তিনি ডান পায়ে ইন স্টেপে একজন ফুটবলারকে ডচ করে শট মারেন, যা বার উঁচিয়ে চলে যায়। ফাঁকায় লুনা থাকলেও তাঁকে পাস বাড়াননি নোয়াহ। এরপর দুই ফুটবলার বচসায় জড়ান।
কেরল ব্লাস্টার্স দল সম্প্রতি আইএসএলের ম্যাচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্যাচ সহজে জিতেও নেয় কেরল। ৩-১ গোলে তাঁরা হারিয়ে দেয় চেন্নাইয়িন এফসিকে। শুরুতেই এগিয়ে গেছিল কেরল, সেই লিড তাঁরা ধরে রেখেই ম্যাচে ব্যবধান পড়ে আরও খানিকটা বাড়িয়ে নেয়। এরপর তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে। কিন্তু ম্যাচে ঘটল অপ্রতিকর ঘটনা।
আইএসএলের বৃহস্পতিবারের ম্যাচে কেরল দল আক্রমণে প্রাধান্য রেখেই খেলছিল। গোটা ম্যাচে ১১টা শটের মধ্যে পাঁচটি শটই ছিল গোলমুখী। বল পজিশনও ছিল কেরলের দখলে ৫২ শতাংশ। সেই তুলনায় চেন্নাই গোলমুখে শট করেছিল মাত্র ২টি। তবে খেলার মাঝেই বিতর্কে জড়ালেন কেরল ব্লাস্টার্সের দুই বিদেশি ফুটবলার, যা নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে।
ম্যাচের শেষ বাঁশি বাজার আগে কেরল ব্লাস্টার্স তাঁদের সম্ভাব্য শেষ আক্রমণে উঠেছিল। সেই সময় বল ছিল তাঁদের মার্কিন স্ট্রাইকার নোয়াহ সাদুইয়ির পায়ে। তিনি ডান পায়ে ইন স্টেপে একজন ফুটবলারকে ডচ করে শট মারেন, যা বার উঁচিয়ে চলে যায়। ফাঁকায় দলের অন্য ফুটবলার থাকলেও তাঁকে পাস বাড়াননি নোয়াহ।
এরপরই মার্কিন নোয়াহর ওপর বিরক্তি প্রকাশ করেন দলের আরেক বিদেশি ফুটবলার আদ্রিয়ান লুনা। দীর্ঘদিন ধরেই লুনা খেলে আসছেন কেরল ব্লাস্টার্সের হয়ে। কিন্তু নোয়াহ বিষয়টি ভালোভাবে নেননি। ধাক্কাধাক্কি শুরু করে দেন তাঁরা নিজেদের মধ্যে। তাঁদের পাশেই সেই সময় ছিলেন ইশান পণ্ডিতা। যিনি নোয়াহকে জড়িয়ে ধরে আলাদা করার চেষ্টা করেন। লুনাকেও তিনি দূরে সরানোর চেষ্টা করতে থাকেন।