কেন্দ্রীয় বাজেট ঘোষণার পর থেকেই বিজেপি-বিরোধী রাজ্যগুলির ক্ষোভ চরমে।
বিরোধীদের দাবি, বাজেট মূলত বিহারের ভোটারদের মন জয় করতেই তৈরি, অন্য রাজ্যগুলির প্রতি সরকারের নজর নেই।
বিশেষত ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলি এই বাজেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। ঝাড়খণ্ডের শাসকদল জেএমএম অভিযোগ করেছে, বাজেটে
তাদের জন্য কোনও উল্লেখযোগ্য বরাদ্দ নেই। রাজ্যের বকেয়া ১.৩৬ লাখ কোটি টাকার দাবিও উপেক্ষিত হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও চিত্র একই। তৃণমূলের বক্তব্য, বাজেটে রাজ্যের জন্য নতুন কোনও প্রকল্প নেই, কেন্দ্রীয় তহবিল বরাদ্দও আশানুরূপ হয়নি।
অন্যদিকে, বিহারের জন্য বাজেটের বিশেষ নজরদারি স্পষ্ট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে মাখানা বোর্ড গঠন, পশ্চিম কোশী খালের জন্য বরাদ্দ এবং আইআইটি পাটনার উন্নয়ন প্রকল্পের ঘোষণা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই বরাদ্দ করা হয়েছে।
বিরোধীদের মতে, কেন্দ্রীয় বাজেটের মূল লক্ষ্য করদাতা মধ্যবিত্ত শ্রেণি ও বিহারের ভোটারদের সন্তুষ্ট রাখা। অন্য রাজ্যগুলির প্রতি এই অবহেলা আগামীদিনে বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে।