২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের জন্য বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষিত এই বাজেটে সিবিআইয়ের জন্য মোট বরাদ্দ করা হয়েছে ১,০৭১.০৫ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ৮৪.১২ কোটি টাকা বেশি।
২০২৪-২৫ অর্থবর্ষে সিবিআইয়ের জন্য প্রাথমিকভাবে বরাদ্দ ছিল ৯৫১.৪৬ কোটি টাকা, যা পরে বাড়িয়ে ৯৮৬.৯৩ কোটি টাকা করা হয়। তবে, চলতি বছরের বাজেটে এই বরাদ্দ আরও বৃদ্ধি পেয়ে ১,০৭১.০৫ কোটি টাকায় পৌঁছেছে।
সিবিআইয়ের একাধিক আধিকারিকের মতে, এই অতিরিক্ত বরাদ্দ সংস্থার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে ব্যয় করা হবে। এর মধ্যে রয়েছে দফতরের অভাব পূরণ, প্রশিক্ষণকেন্দ্রের আধুনিকীকরণ, প্রযুক্তিগত ও ফরেনসিক সহায়তা বৃদ্ধি, নতুন দফতর স্থাপন, জমি ক্রয়, এবং আধিকারিকদের বাসস্থান নির্মাণ।
গত কয়েক বছরে সিবিআইয়ের কাজ ও সাফল্য নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবে, এই বাজেট বৃদ্ধির মাধ্যমে কেন্দ্রীয় সরকার সিবিআইয়ের কার্যক্ষমতা ও পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে বলে মনে করা হচ্ছে। এই অতিরিক্ত অর্থায়ন সিবিআইকে তার কার্যক্রমে আরও দক্ষতা ও প্রভাবশালী হতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।