ফরিদপুরের ভাটিলক্ষীপুর এলাকার কালী মন্দিরে সরস্বতী প্রতিমা ভাঙচুরের ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক যুবকের নাম মিরাজউদ্দীন (৩০)। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাজেদপুর গ্রামে। তিনি ফরিদপুর শহরে ইজিবাইক চালান এবং রাজবাড়ী রাস্তার মোড়ে একটি বাসায় ভাড়া থাকেন।
মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি ইজিবাইক রেখে মন্দিরের বারান্দায় প্রবেশ করেন এবং সেখানে স্থাপিত সরস্বতী প্রতিমা ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে প্রতিমাটি ভেঙে যায়।
মন্দির পরিচালনা কমিটির সদস্য রামচন্দ্র মালো জানান, মন্দিরের বারান্দা প্রায় ৪ ফুট উঁচু ইটের দেয়াল দিয়ে ঘেরা থাকলেও, একপাশের কিছু অংশ খোলা থাকায় সেখান দিয়ে কেউ সহজেই প্রবেশ করতে পারে।
তিনি আরও অভিযোগ করেন, এই একই ব্যক্তি গত বছর ৭ ফেব্রুয়ারি ফরিদপুরের শ্রী শ্রী রাধা গোবিন্দ ইসকন মন্দিরের সরস্বতী প্রতিমা ভাঙচুর করেছিল। তবে তখন তাকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে ছেড়ে দেওয়া হয়েছিল।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান বলেন, ঘটনার পর রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, মন্দির কমিটির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।