ভারতের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার অবসরের ঘোষণায় আবেগপ্রবণ হয়ে পড়লেন ঋষভ পন্ত। নিজের ইনস্টাগ্রামে এক হৃদয়স্পর্শী বার্তায় তিনি ঋদ্ধির ক্রিকেটীয় দক্ষতা ও অবদানের প্রশংসা করেন।
পন্ত লেখেন, আমি সবসময়ই আপনার দক্ষতা ও কৌশলের প্রশংসা করেছি। আপনার নতুন অধ্যায়ের জন্য শুভকামনা, ঋদ্ধিমান ভাই। তাঁর এই বার্তা প্রকাশের পরই ক্রিকেট মহলে আলোড়ন পড়ে যায়।
এরপর ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফির ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে দ্বিতীয় দিনে ঋদ্ধিমান সাহাকে ‘গার্ড অব অনার’ দেন তাঁর বঙ্গ সতীর্থরা। বিদায়ী মঞ্চে দাঁড়িয়ে আবেগ সামলাতে পারলেন না এই অভিজ্ঞ কিপার।
৪০টি টেস্ট ও ৯টি ওয়ানডেতে ভারতের হয়ে ১৩৫৩ রান করা ঋদ্ধিমান সাহা দীর্ঘদিন ধরে দলের নির্ভরযোগ্য কিপার ছিলেন। ঘরোয়া ক্রিকেটেও তাঁর রেকর্ড ঈর্ষণীয়—৭,১৬৯ ফার্স্ট ক্লাস রান, ১৪টি শতক ও ৪৪টি অর্ধশতক।
আইপিএলেও সফল ঋদ্ধিমান কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, পঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্সের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন।
তাঁর বিদায় ভারতীয় ক্রিকেটে এক অধ্যায়ের সমাপ্তি টানল। কিন্তু উইকেটের পিছনে তাঁর দৃঢ় উপস্থিতি, ক্যাচিং দক্ষতা ও লড়াকু মানসিকতা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।