চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করল আইসিসি। ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে টুর্নামেন্ট শুরু হবে, আর ৯ মার্চ ফাইনাল। কিন্তু ভারতীয় দল পাকিস্তানে না যাওয়ায় টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে। ভারতের সব ম্যাচ হবে দুবাইতে। সবচেয়ে বড় আকর্ষণ— ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান লড়াই, যা হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।
টুর্নামেন্টে আটটি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড এক গ্রুপে। অন্য গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ। ২৩ ফেব্রুয়ারির পর ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া।
নকআউট পর্বের প্রথম সেমিফাইনাল ৪ মার্চ দুবাইতে। অর্থাৎ, ভারত যদি শেষ চারে পৌঁছায়, তবে তারা এখানেই খেলবে। দ্বিতীয় সেমিফাইনাল হবে ৫ মার্চ লাহোরে। ফাইনাল ৯ মার্চ।
চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। এশিয়া কাপ ও ওয়ার্ল্ড কাপের মতো এই প্রতিযোগিতাতেও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ দেখতে মুখিয়ে থাকবেন ক্রিকেটপ্রেমীরা। রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানে খেলতে না গেলেও, দুবাইয়ে এই লড়াই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উত্তেজনার পারদ চড়াবে, তা বলার অপেক্ষা রাখে না।