ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এর লিগ শিল্ড জয়ের লক্ষ্যে দুর্দান্ত ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। একের পর এক জয় তুলে নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা। যদিও এখনও কঠিন লড়াই বাকি, কারণ সামনে এফসি গোয়া, কেরল ব্লাস্টার্স, মুম্বই সিটি এফসি এবং ওড়িশা এফসির মতো শক্তিশালী প্রতিপক্ষ রয়েছে।
সবুজ-মেরুনের পরবর্তী ম্যাচ পঞ্জাব এফসির বিরুদ্ধে। সুপার সিক্সের দৌড়ে থাকা এই দলকে গতবার তাদের ঘরের মাঠে হারিয়ে এসেছিল মোহনবাগান। এবার সল্টলেকে আরও একবার তিন পয়েন্ট তুলে নিতে চাইবেন কোচ হুয়ান ফেরান্দো। কারণ, এখনো পর্যন্ত তারা গোয়ার থেকে চার পয়েন্টে এগিয়ে থাকলেও পরবর্তী পাঁচ ম্যাচে চার পয়েন্টের বেশি খোয়ালে শিল্ড জয়ের দৌড়ে ঢুকে পড়তে পারে গোয়া।
মোহনবাগান বর্তমানে অশ্বমেধের ঘোড়ার মতোই ছুটছে। আইএসএল হোক বা অন্য প্রতিযোগিতা, প্রতিটি ম্যাচেই তারা নিজেদের সেরাটা দিচ্ছে। গতবার লিগ শিল্ড জয়ের পাশাপাশি নকআউট ফাইনালে পৌঁছেছিল তারা। সমর্থকরাও দলের পাশে দাঁড়াচ্ছেন প্রতিটি মুহূর্তে।
এরই মধ্যে ভাইরাল হয়েছে এক আবেগঘন মুহূর্ত। মোহনবাগান বনাম মহমেডান ম্যাচের সময় হাসপাতালের বিছানায় শুয়ে এক প্রবীণ সমর্থক খেলা দেখছেন, হাতে স্যালাইন চলছে, নাকে অক্সিজেন সাপোর্ট। তবু প্রিয় দলের খেলা দেখতে ভোলেননি তিনি। মোহনবাগান সুপার জায়ান্ট তাদের অফিসিয়াল পেজে সেই ভিডিও পোস্ট করার পর তা মুহূর্তেই ভাইরাল হয়।
এই ভালোবাসাই প্রমাণ করে কেন মোহনবাগান শুধুমাত্র একটি ক্লাব নয়, বরং বাঙালির আবেগের প্রতিচ্ছবি। সঞ্জীব গোয়েঙ্কার বিনিয়োগ যে সঠিক পথে এগোচ্ছে, সেটাও এই মুহূর্তগুলি থেকেই স্পষ্ট হয়ে যায়।