আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচকে ঘিরে বিশেষ কোনও আলাদা চাপ নিতে রাজি নন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। তার মতে, এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ, এবং ভারতীয় দলের মূল লক্ষ্য তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা।
আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচ। তবে গম্ভীর মনে করেন, এটি শুধুই আরেকটি ম্যাচ, এবং শিরোপা জিততে হলে গোটা টুর্নামেন্টেই ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে হবে।
শনিবার মুম্বাইয়ে বিসিসিআই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গম্ভীর বলেন, ‘আমরা এখানে কোনও একটি নির্দিষ্ট ম্যাচ জিততে আসিনি, আমাদের লক্ষ্য পুরো ট্রফি জয়। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ গুরুত্বপূর্ণ, তবে অন্য ম্যাচগুলোর মতোই এটিও একটি লড়াই মাত্র।’
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র ৮টি দল অংশ নিচ্ছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড রয়েছে ‘গ্রুপ এ’-তে, যেখান থেকে সেরা দুটি দল যাবে সেমিফাইনালে। গম্ভীর বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির পার্থক্য টেনে বলেন, ‘বিশ্বকাপের তুলনায় চ্যাম্পিয়ন্স ট্রফি অনেক কঠিন, কারণ এখানে একটিও ম্যাচ হালকাভাবে নেওয়া যায় না। প্রতিটি ম্যাচই কার্যত নকআউট।’
ভারতের গ্রুপ পর্বের সূচি:
২০ ফেব্রুয়ারি – ভারত বনাম বাংলাদেশ (দুবাই)
২৩ ফেব্রুয়ারি – ভারত বনাম পাকিস্তান (দুবাই)
২ মার্চ – ভারত বনাম নিউজিল্যান্ড (দুবাই)
ভারতের স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, আর্শদীপ সিং, যশস্বী জসওয়াল, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা।
গম্ভীর বিশেষভাবে আস্থা রাখছেন রোহিত ও কোহলির ওপর, যারা ২০১৩ সালে ভারতের শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তার মতে, ‘ওরা দু’জন এখনও দেশকে জেতানোর জন্য ক্ষুধার্ত এবং বড় ভূমিকা নিতে প্রস্তুত।’
ভারতীয় দল এবার তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে নামবে। দেখার বিষয়, গম্ভীরের অধীনে দল ২০০২ ও ২০১৩ সালের সাফল্যের পুনরাবৃত্তি করতে পারে কিনা।