কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে চলমান আরজি কর চিকিৎসক ধর্ষণ ও খুন মামলার শুনানি যেন অব্যাহত থাকে, সেই অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি দিলেন নির্যাতিতার মা-বাবা।
নির্যাতিতার পরিবার চায়, উচ্চ আদালতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি চলতে থাকুক। তবে, এর জন্য সুপ্রিম কোর্টের অনুমতি প্রয়োজন। আইনজ্ঞদের মতে, প্রধান বিচারপতির এজলাসে বিষয়টি উল্লেখ করতে হবে, তারপরই শীর্ষ আদালত অনুমতি দিলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলাটি শুনতে পারবেন।
এর আগে, সুপ্রিম কোর্টে নতুন তদন্তের দাবি জানিয়ে মামলা করেছিলেন নির্যাতিতার বাবা-মা। কিন্তু পরে তাঁদের আইনজীবী করুণা নন্দী মামলাটি প্রত্যাহার করেন। শীর্ষ আদালতে তারা ‘ইন্টারভেনশন অ্যাপ্লিকেশন’ হিসেবে আবেদন করেছিলেন। প্রধান বিচারপতি তখন জানিয়েছিলেন, কলকাতা হাই কোর্টে একই বিষয়ে মামলা চলমান রয়েছে।
এদিকে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয়। কারণ, ইতিমধ্যে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে ধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে শিয়ালদা আদালত আমৃত্যু কারাদণ্ড দিয়েছে।
গত ২০ জানুয়ারি আদালত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করে। বিচারকের নির্দেশে নির্যাতিতার পরিবারকে ১৭ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেয় রাষ্ট্র। তবে, মামলার ভবিষ্যৎ নির্ভর করছে সুপ্রিম কোর্টের অনুমতির ওপর।