নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। বুধবার ও বৃহস্পতিবার চলবে এই সম্মেলন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এবারের বিজিবিএসে ৪০টি দেশের প্রায় ২০০ জন বিদেশি অতিথি অংশ নিচ্ছেন। পার্টনার দেশের সংখ্যা ২০। ২৬টি দেশের রাষ্ট্রদূত বা সমমানের প্রতিনিধিরাও থাকছেন।
সূত্রের খবর, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি, জেএসডব্লু গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দল, আরপিএসজি গ্রুপের সঞ্জীব গোয়েঙ্কা-সহ একাধিক শিল্পপতি সম্মেলনে উপস্থিত থাকবেন। রাজ্যের আশা, এবারও বড় লগ্নির প্রতিশ্রুতি মিলবে।
বিজিবিএসের মূল আলোচ্য বিষয়গুলি হল— ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প, আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন, স্বাস্থ্য ও স্বাস্থ্যশিক্ষা, তথ্যপ্রযুক্তি, সৃজনশীল অর্থনীতি, শিক্ষা এবং বিদ্যুৎ। বিশেষত, সেমিকন্ডাক্টর ও প্রতিরক্ষা নির্মাণ সংক্রান্ত নীতির ঘোষণা হতে পারে। স্টার্টআপ, গ্লোবাল কেপেবিলিটি সেন্টার (জিসিসি), চর্মশিল্প ও বস্ত্রশিল্প নিয়েও রাজ্য সরকার নতুন নীতি ঘোষণা করতে পারে।
এছাড়া, নিউ টাউনে মেগা প্রকল্পের উদ্বোধন, একাধিক নতুন হোটেল নির্মাণ নিয়ে মউ স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। দুই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনও হতে পারে। সব মিলিয়ে লগ্নির স্বপ্ন দেখছে পশ্চিমবঙ্গ।