গাজা ভূখণ্ডের দখল নেবে আমেরিকা—এমনই চাঞ্চল্যকর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে তিনি জানান, গাজা স্ট্রিপের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা রয়েছে আমেরিকার।
ট্রাম্প বলেন, “গাজা দখল করব আমরা। ওখানে থাকা বিস্ফোরক, অস্ত্র ধ্বংস করার দায়িত্বও নেব।” তবে কীভাবে এই দখল প্রক্রিয়া সম্পন্ন হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। গাজা পুনর্গঠনের জন্য মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনাও উড়িয়ে দেননি ট্রাম্প।
সম্প্রতি, গাজার যুদ্ধবিধ্বস্ত প্যালেস্তিনি উদ্বাস্তুদের পুনর্বাসনের ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। এবার তিনি জানান, গাজার ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্গঠনে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে কাজ করবে। তার মতে, “আমরা গাজায় অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করব, যাতে প্রচুর কর্মসংস্থান তৈরি হয়।”
গাজার ভবিষ্যৎ নির্ধারণের পাশাপাশি হামাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইজরায়েল। ট্রাম্প স্পষ্ট বলেন, “হামাসের অস্তিত্ব থাকলে স্থায়ী শান্তি আসবে না।” নেতানিয়াহুও হামাসের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের প্রতিশ্রুতি দেন, একে “মধ্যপ্রাচ্যের নাৎজি” বলে আখ্যা দেন।
ট্রাম্প আরও ঘোষণা করেন, “আমেরিকা জাতিসংঘের শরণার্থী সংস্থার (UNRWA) তহবিল বন্ধ করবে, কারণ ওই অর্থ হামাসের হাতে চলে যায়।” একইসঙ্গে, মানবাধিকার পরিষদ থেকেও যুক্তরাষ্ট্র সরে আসবে বলে জানান তিনি।
এই ঘোষণার ফলে গাজা ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।