হায়দরাবাদে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মর্মান্তিক মৃত্যু এবং তাঁর শিশুপুত্রের গুরুতর আহত হওয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার পর থেকেই বিতর্কের মুখে পড়েন ছবির প্রধান অভিনেতা আল্লু অর্জুন।
দুর্ভাগ্যজনক এই ঘটনার পর আল্লু অর্জুন ও ‘পুষ্পা ২’ ছবির টিম মৃত মহিলার পরিবারকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেন এবং দুঃখপ্রকাশ করেন। কিন্তু এখানেই শেষ হয়নি বিতর্ক। ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিনেতাকে গ্রেফতার করা হয় এবং তাঁকে এক রাত জেলে কাটাতে হয়। পরবর্তীতে একাধিকবার পুলিশি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয় তাঁকে।
এই পরিস্থিতির মধ্যে আল্লু অর্জুনকে নিয়ে নানা ভুয়া খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এর ফলে ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে বাড়তে থাকে চাপ। এসব বিবেচনা করেই অভিনেতা বড় সিদ্ধান্ত নিয়েছেন—এবার থেকে সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলবেন না তিনি। বরং তাঁর হয়ে সমস্ত অফিসিয়াল তথ্য জানাবেন একজন মুখপাত্র।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে আল্লু অর্জুন লেখেন, “এখন থেকে আমার সমস্ত তথ্য সংবাদমাধ্যমের কাছে পৌঁছাবে আমার অফিসিয়াল মুখপাত্রের মাধ্যমে।” জানা গেছে, তাঁর পরবর্তী ছবি ত্রিবিক্রম শ্রীনিবাসের পরিচালনায় শুটিং শুরুর আগেই এই সিদ্ধান্ত নেন তিনি।
আল্লু অর্জুনের এই সিদ্ধান্ত ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ একে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন, বিতর্ক এড়াতে নিজেকে আড়ালে রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।