আপনার ফোনে যদি +91 নম্বর থেকে কল আসে, তাহলে নিশ্চিন্তে বলা যায় যে সেটি ভারত থেকেই এসেছে। কিন্তু কেন ভারতের ফোন নম্বর +91 দিয়েই শুরু হয়? এর পেছনে রয়েছে একটি চমকপ্রদ কারণ।
আন্তর্জাতিক টেলিযোগাযোগের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) প্রতিটি দেশকে একটি নির্দিষ্ট কোড বরাদ্দ করে। বিশ্বকে তারা নয়টি টেলিকম জোনে ভাগ করেছে। এর মধ্যে ভারতসহ দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়ার দেশগুলো +9 সিরিজের আওতায় পড়ে। এই কারণেই ভারতের আন্তর্জাতিক ডায়ালিং কোড হয়েছে +91।
শুধু ভারত নয়, পাকিস্তানের +92, আফগানিস্তানের +93, শ্রীলঙ্কার +94—সবকটি দেশই এই জোনের মধ্যে পড়ে। দেশের জনসংখ্যা, ভূগোল এবং টেলিযোগাযোগ নীতির ভিত্তিতেই এই কোড নির্ধারণ করা হয়। ১৯৭০-এর দশকেই ভারত এই কোডটি পায়, যা আজও ব্যবহৃত হচ্ছে।
এদিকে, ভারত সরকার বারবার নাগরিকদের সতর্ক করে আসছে যে, অজানা আন্তর্জাতিক নম্বর থেকে আসা কল রিসিভ করা বিপজ্জনক হতে পারে। প্রতারণা চক্র সক্রিয়ভাবে ভুয়ো কলের মাধ্যমে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। তাই অপরিচিত নম্বর থেকে আসা ফোন এলে সতর্ক থাকুন এবং সন্দেহজনক মনে হলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন।