দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ করার দাবি জানিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। এই দাবি পুনরায় সংসদে উত্থাপন করেছেন রাজ্যসভার নতুন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ২০১৮ সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতিতে রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাবনা পাশ হলেও কেন্দ্রীয় সরকারের অনুমোদন এখনও মেলেনি।
ঋতব্রত বলেন, দীর্ঘ সময় ধরে আমাদের রাজ্য়ের নাম পরিবর্তন করে বাংলা করার দাবি জানানো হয়েছে। পূর্ব পাকিস্তানের আর অস্তিত্ব নেই। আমাদের রাজ্যের নাম পরিবর্তনের প্রয়োজন রয়েছে।
তৃণমূল কংগ্রেসের দাবি, পশ্চিমবঙ্গের মানুষদের মতামতকে সম্মান জানিয়ে রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাবনা বিবেচনা করা উচিত। রাজ্যের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে ‘বাংলা’ শব্দটি গভীরভাবে জড়িয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন।
প্রসঙ্গত, ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার সময় অবিভক্ত বাংলা ভাগ হয়ে ভারতের অংশের নাম হয় পশ্চিমবঙ্গ এবং পাকিস্তানের অংশের নাম হয় পূর্ব পাকিস্তান। ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান মুক্তিযুদ্ধের হাত ধরে পশ্চিম পাকিস্তান থেকে পৃথক হয়ে স্বাধীন বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করে। এর পর থেকেই পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে তর্ক-বিতর্ক চলছে।
কোনও রাজ্যের নাম বদল করার জন্য রাষ্ট্রপতির সুপারিশে সংসদে বিল আনতে হয় এবং দুই কক্ষেই সেই বিল পাশ করাতে হয়। তৃণমূল কংগ্রেসের এই নতুন আর্জি রাজ্যসভার পক্ষে কী প্রভাব ফেলবে, তা সময়ই বলবে। তবে পশ্চিমবঙ্গের মানুষদের আশা, এইবার তাদের রাজ্যের নাম পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হবে এবং তারা তাদের প্রিয় রাজ্যকে ‘বাংলা’ নামে পরিচিত করতে পারবেন।