ঐন্দ্রিলা শর্মা, টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। কিন্তু মারণ রোগ ক্যান্সার কেড়ে নিয়েছে তাঁর প্রাণ। পরিবারের সবচেয়ে ছোট সদস্য ছিলেন ঐন্দ্রিলা শর্মা। বেশ কয়েকবার ক্যান্সারকে হারালেও, শেষবার আর ফিরে আসা হয়নি ক্যান্সারকে হারিয়ে। নিষ্ঠুর মৃত্যু কেড়ে নিয়েছে তাঁর প্রাণ৷ ঐন্দ্রিলা শর্মা আর নেই। তাঁর স্মৃতি জড়িয়ে দিন যাপন করছেন তাঁর পরিবারসহ কাছের মানুষরা। এরই মধ্যে আরও এক চাঞ্চল্যকর খবর। এবার ক্যান্সারে আক্রান্ত হলেন প্রয়াত অভিনেত্রীর মা শিখা শর্মা।
শিখা দেবীর শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। ইতিপূর্বেও তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য বোনের জন্মবার্ষিকীতে সেই মন খারাপের কথায় জানালেন। ভীষণ অসুস্থ তাঁর মা। ২০০৭ সালে প্রথমবার শিখা দেবীর শরীরে ক্যান্সার ধরা পড়ে। সেই সময় তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু আবারো ক্যান্সারে আক্রান্ত হন ২০০৮ সালে। ১৪ বছর পর ২০২২ সালে ঐন্দ্রিলার মৃত্যুর কয়েক মাস আগে আবারো ক্যান্সারে আক্রান্ত হন তিনি। তাই রীতিমতো দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের।
ঐন্দ্রিলা নেই। ইতিপূর্বে বহুবার ক্যান্সারে আক্রান্ত হওয়া সত্বেও নিজের মনের জোরে এবং চিকিৎসার জোরে ফিরে এসেছিলেন তিনি। সঙ্গে ছিল ঐন্দ্রিলার ভক্তদের ঈশ্বরের কাছে করা প্রার্থনা। ঐন্দ্রিলা হয়ে উঠেছিলেন হেরে যাওয়া মানুষদের কাছে আশার আলো। নিজের কাছের মানুষদের তো বটেই, অনুরাগীদের শিখিয়েছিলেন কিভাবে মারণ ব্যাধির সঙ্গে লড়াই করে বাঁচতে হয়। সব মিলিয়ে ক্যান্সারকে হারিয়ে ফিরে আসা একাধিকবার সম্ভব হলেও শেষবার আর হলো না। কিন্তু এই মুহূর্তে প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলার মা শিখাদেবী ভুগছেন ক্যান্সারে।
ঐন্দ্রিলা নেই। বর্তমানে মেয়ের মৃত্যুর শোক বুকে চেপেই দিন কাটাতে হচ্ছে পুরো পরিবারকে। বড় মেয়ে ঐশ্বর্য রয়েছেন মা-বাবার পাশে। ঐন্দ্রিলা না থাকলেও ৫ই ফেব্রুয়ারি বোনের জন্মদিন উদযাপন করেন তিনি। বোনের জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে ভুলে যান না। তবে এই মুহূর্তে ঐন্দ্রিলা এবং ঐশ্বর্যর মা শিখা দেবী ক্যান্সারে আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় রয়েছে পুরো পরিবার।