আমেরিকার মাটিতে শিকলে বেঁধে ভারতীয়দের ফেরত পাঠানো! হাতকড়া পরিয়ে বিমানবন্দরে হাজির করা! বৃহস্পতিবার এই ভয়াবহ তথ্য সামনে আসতেই তীব্র উত্তেজনা ছড়ায় সংসদের বাজেট অধিবেশনে। বিষয়টি নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়ে সরব হন বিরোধীরা। কিন্তু লোকসভার স্পিকার ওম বিড়লা সেই দাবি নাকচ করে দিলে, মুহূর্তে উত্তাল হয়ে ওঠে সংসদ ভবন।
বুধবারই প্রথম দফায় ১০৪ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে আমেরিকা। অবৈধ অভিবাসন ও ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়া জনিত কারণে তাদের দেশে ফেরানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। টেক্সাসের এল পাসো বিমানবন্দর থেকে উড়ে এসে অমৃতসরের মাটিতে নামে মার্কিন সামরিক পরিবহণ বিমান সি-১৭ গ্লোবমাস্টার, তাতেই ফিরিয়ে আনা হয় ওই ভারতীয়দের।
বৃহস্পতিবার সংসদের অধিবেশন শুরু হতেই এই বিষয় নিয়ে মুলতুবি প্রস্তাব আনেন বিরোধী সাংসদরা। সংসদ চত্বরে পোস্টার হাতে বিক্ষোভে নামেন তাঁরা। স্পিকার দাবি খারিজ করতেই ওয়েলে নেমে প্রতিবাদে সরব হন বিরোধীরা। স্পিকার ওম বিড়লা বলেন, বিষয়টি গুরুত্বপূর্ণ। সরকার এটিকে গুরুত্ব দিয়ে দেখছে। তবে অন্য দেশের নিজস্ব আইন রয়েছে। সংসদ অচল করবেন না।
কিন্তু স্পিকারের আবেদন আমল না দিয়েই হইচই অব্যাহত রাখেন বিরোধীরা। ফলে প্রথমে দুপুর ১২টা, পরে ২টো এবং শেষমেশ সাড়ে ৩টে পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করতে বাধ্য হন স্পিকার। রাজ্যসভাও ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায়।
এদিকে, এই বিতর্কের মাঝে বৃহস্পতিবার দুপুর ২টোয় আমেরিকার অবস্থান ও সরকারের প্রতিক্রিয়া সংসদে জানাবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অন্যদিকে, বিকেল ৪টেতে রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবের বিতর্কে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে এই ঘটনা নিয়ে দেশব্যাপী নতুন করে রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে।