হাতের নাগালে খাবার পাওয়ার নামকরা সংস্থা জোম্যাটো। একবার অর্ডার দিলেই, নামী রেস্তোরাঁ থেকে খাবার পৌঁছে যায় বাড়ির দরজায়। এবার বদলে যেতে চলেছে জোম্যাটো। বদলে যাচ্ছে জোম্যাটোর নাম। এই সংস্থার বর্তমান নাম দেওয়া হয়েছে ‘ইটারনাল’৷ বৃহস্পতিবার স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে একথা জানান জোম্যাটোর সিইও দীপিন্দর গোয়েল। এই নাম পরিবর্তনের ব্যাপারে বোর্ড অফ মেম্বারস অনুমোদন দিয়েছে ইতিমধ্যেই।
জোম্যাটোর এই নাম পরিবর্তনের নেপথ্যের কারণ নিয়ে জল্পনা চলছে। সংস্থার তরফে জানানো হয়েছে, বর্তমানে শুধুমাত্র অনলাইন খাবার ডেলিভারিতে সীমাবদ্ধ নেই এই ব্যবসা। আরও একাধিক ই-কমার্স ও ক্যুইক কমার্স ব্যবসায় টক্কর দিচ্ছে। এ সবকিছু ভেবে চিন্তেই রেখেই সংস্থার নাম পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
শেয়ার হোল্ডারদের উদ্দেশে জোম্যাটোর প্রতিষ্ঠাতা এবং সিইও দীপিন্দর গোয়েল একটি চিঠিতে জানান, “বোর্ড আজ (বৃহস্পতিবার) এই পরিবর্তনটি অনুমোদন করেছে ৷ আমি আমাদের শেয়ারহোল্ডারদেরও এই পরিবর্তন যাতে সমর্থন করা হয় তার জন্য অনুরোধ করছি। আমাদের কর্পোরেট ওয়েবসাইট zomato.com থেকে eternal.com-এ রূপান্তরিত হল। আমরা আমাদের লোগো পরিবর্তন করব ৷ বর্তমানে বাজারে জোম্যাটোর বদলে ইটারনালে মোট চারটি ব্র্যান্ড থাকছে, জোমাটো, ব্লিঙ্কিট, ডিস্ট্রিক্ট এবং হাইপারপিওর।”
যদিও জোম্যাটো অ্যাপের নাম অপরিবর্তিত থাকবে বলে জানান কর্ণধার। কোম্পানির সিইও এই বিষয়ে জানান, অনলাইন ফুড ডেলিভারির ব্যবসার নাম জোম্যাটোই থাকবে। শুধুমাত্র Zomato Ltd-এর নাম পরিবর্তিত হয়ে হবে Eternal Ltd। এই নাম পরিবর্তনের সংস্থার অংশীদাররা সম্মতি দেওয়ার পর ওয়েবসাইটে নাম পরিবর্তন করা হবে। তখন থেকে স্টক মার্কেটেও এই শেয়ারের নাম হয়ে যাবে ETERNAL৷
জোম্যাটোর সিইও দীপিন্দর জানান, “সংস্থার পক্ষ থেকে ব্লিঙ্কিট অধিগ্রহণের পরেই নাম পরিবর্তন করার চিন্তাভাবনা শুরু করে দেওয়া হয়েছিল। আমরা আরও ভেবেছিলাম যে কোম্পানির নাম পরিবর্তন করে Eternal রাখব ৷ যা Zomato-র বাইরেও আমাদের ভবিষ্যত একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হয়ে উঠবে।”