দিব্যি গান গাইছিলেন উদিত নারায়ণ। হঠাৎ এক অনুরাগীর আবদার মেটাতে গিয়ে ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে ফেললেন! মুহূর্তে ভাইরাল সেই দৃশ্য। দেশজুড়ে উঠেছে বিতর্কের ঝড়। তবে উদিত একা নন, এমন অভিজ্ঞতা রয়েছে গায়ক অভিজিৎ ভট্টাচার্যেরও। তিনি জানিয়েছেন, একবার দক্ষিণ আফ্রিকায় লতা মঙ্গেশকরের সামনেই অনুরাগীদের চুমুর বন্যায় ভেসে গিয়েছিলেন তিনি!
সম্প্রতি উদিতের চুম্বন কাণ্ড নিয়ে যখন চারদিকে আলোচনা চলছে, তখনই অভিজিৎ শোনালেন তাঁর কাহিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় শো করতে গিয়েছিলাম, তখন আমি অনেকটাই নতুন। হঠাৎ চারজন মহিলা আমাকে ঘিরে ধরে দুই গাল চুমুতে ভরিয়ে দেন! মঞ্চে উঠতেই পারছিলাম না, আর ঘটনাটি ঘটেছিল লতাজির সামনেই। শুধু গালে লিপস্টিকের দাগ পড়ে গিয়েছিল। তবে উদিতের মতো তিনি পাল্টা চুম্বন দিতে পারেননি বলেও জানান গায়ক।
উদিত প্রসঙ্গে খানিক সুর নরম অভিজিতের। সাধারণত বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত হলেও, বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন তিনি। তাঁর কথায়, উদিত প্রেমের গান গায়, সবাই ওকে ভালোবাসে। উপেক্ষা করা মুশকিল।
উদিত নিজেও এই ঘটনায় খুব একটা বিব্রত নন। বরং তিনি মজার ছলে বলেন, ঘটনাটি কয়েক মাস আগের, হঠাৎ এখন কেন ভাইরাল হল বুঝতে পারছি না। তবে এতে আমার জনপ্রিয়তা আরও বেড়েছে!এমনকি, তাঁর পরিবারও এ নিয়ে মাথা ঘামায়নি। গায়ক জানান, মঞ্চের আশপাশেই স্ত্রী দীপা ও ছেলে আদিত্য ছিল। তাদের সামনেই ঘটনাটি ঘটেছে, কিন্তু কেউ কিছু মনে করেনি। বরং আমার জনপ্রিয়তায় তারা খুশি!
উদিতের মন্তব্যে বিতর্ক আরও বাড়বে কিনা, সেটাই এখন দেখার।