১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার মাটিতে টি২০ বিশ্বকাপ জিতে দেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছিল। সেই ঐতিহাসিক জয়ের স্মৃতিকে চিরস্থায়ী করে রাখতে বিসিসিআই-এর পক্ষ থেকে বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটারদের হাতে বিশেষ এক পুরস্কার তুলে দেওয়া হয়েছে— এক অনন্য ডিজাইনের রিং, যা ভারতীয় ক্রিকেটের সোনালি অধ্যায়ের প্রতীক হয়ে থাকবে।
সম্প্রতি বিসিসিআই এক ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে বিশ্বজয়ীদের দেওয়া এই বিশেষ রিং। কালো বর্ণের রিংটির কেন্দ্রে বসানো হয়েছে অশোক চক্র, যা জাতীয় গর্বের প্রতীক। চারপাশে রয়েছে হীরের নকশা, যা প্রতিফলিত করছে ভারতীয় দলের ঐতিহাসিক সাফল্যকে। রিংয়ের এক পাশে খোদাই করা হয়েছে ইন্ডিয়া টি২০ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নস এবং অন্য পাশে রয়েছে সংশ্লিষ্ট ক্রিকেটারের জার্সি নম্বর। শুধু একটি রিং নয়, এটি ভারতীয় ক্রিকেটের বিজয়গাথার এক বিশেষ নিদর্শন।
বিসিসিআই-এর আয়োজনে সদ্য অনুষ্ঠিত হলো নমন অ্যাওয়ার্ডস, যেখানে টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন অধিনায়ক রোহিত শর্মা, শুভমন গিল, জসপ্রিত বুমরাহসহ দলের ৯ জন সদস্য। তবে রঞ্জি ম্যাচ থাকায় এই বিশেষ মুহূর্তে থাকতে পারেননি বিরাট কোহলি। শুধু বিশ্বজয়ী দল নয়, এই অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটের আরও বেশ কিছু কিংবদন্তিকে সম্মান জানানো হয়।
শচীন টেন্ডুলকারকে দেওয়া হয় ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার, যা তাঁর অসামান্য কেরিয়ারের প্রতি বিসিসিআই-এর বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন। একইসঙ্গে, ভারতীয় স্পিন জাদুকর রবিচন্দ্রন অশ্বিনকেও তাঁর অসাধারণ অবদানের জন্য বিশেষ সম্মান জানানো হয়। এছাড়াও, ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার স্মৃতি মন্ধনা, গত কয়েক বছরের সেরা পারফর্মার জসপ্রিত বুমরাহ সহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার এই অনুষ্ঠানে পুরস্কৃত হন।
২০২৪ সালের টি২০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ে ভারতীয় দল অবিস্মরণীয় জয় ছিনিয়ে এনেছিল। দীর্ঘ ১১ বছর পর আইসিসির বৈশ্বিক ট্রফি হাতে তুলে নেওয়ার সেই মুহূর্ত ভারতের ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সেই স্মৃতিকে অমর করে রাখতে বিসিসিআই-এর দেওয়া এই বিশেষ রিং যেন ভারতীয় ক্রিকেটারদের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও সাফল্যের এক অনন্য প্রতীক।
বিশ্বকাপের পরবর্তী আসর ২০২৬ সালে অনুষ্ঠিত হবে। ভারতীয় দল কি আবারও চ্যাম্পিয়নের মুকুট পরতে পারবে? সময়ই দেবে তার উত্তর। তবে আপাতত এই সোনালি রিং সাক্ষী হয়ে রইল ভারতীয় ক্রিকেটের আরেকটি গৌরবগাথার!