শ্রীলঙ্কাকে ধুলোয় মিশিয়ে সিরিজ জয় প্রায় নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। কলম্বোর দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে লঙ্কানদের অবস্থা শোচনীয়। ৮ উইকেট হারিয়ে স্কোর ২১১, লিড মাত্র ৫৪ রানের। দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার স্পিনাররা ব্যাটারদের নাস্তানাবুদ করে দিয়েছেন। বিশেষ করে ম্যাথু কুনম্যান ও নাথান লিয়নের স্পিন ঘূর্ণিতে ধসে পড়েছে শ্রীলঙ্কা। চতুর্থ দিনেই খেলা শেষ হওয়ার সম্ভাবনা প্রবল।
প্রথম ইনিংসে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারি। স্মিথ ২৩৯ বলে ১২০ রানে অপরাজিত থাকেন, ক্যারি খেলেন ১৫৬ বলে ১৩৯ রানের বিধ্বংসী ইনিংস। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৩৩০/৩, লিড ছিল ৭৩ রানের।
তবে তৃতীয় দিনের শুরুতে ম্যাচের লাগাম কিছুটা টেনে ধরেন লঙ্কান বোলাররা। প্রবথ জয়সূর্যের দাপটে স্মিথ (১৩১), ক্যারি (১৩৯) সহ একের পর এক ব্যাটার সাজঘরে ফেরেন। প্রবথ ৩৮ ওভারে ১৫১ রান দিয়ে ৫ উইকেট নেন। এছাড়া নিশান পেইরিস ৩ উইকেট ও রমেশ মেন্ডিস ২ উইকেট পান। তবু ৪১৪ রানের বিশাল স্কোর গড়ে অস্ট্রেলিয়া।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয় অব্যাহত। শততম ও শেষ টেস্ট খেলতে নামা দিমুথ করুণারত্নে (১৪) ফের ব্যর্থ। একমাত্র কিছুটা লড়াই দেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও কুশল মেন্ডিস। ম্যাথিউজ ১৪৯ বলে ৭৬ রান করে লিয়নের শিকার হন। কুশল অবশ্য ৫০ বলে ৪৮ রান করে অপরাজিত রয়েছেন।
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে বিধ্বংসী ম্যাথু কুনম্যান নেন ৪ উইকেট, লিয়নের ঝুলিতে ৩টি। ১টি উইকেট নেন বিউ ওয়েবস্টার। এই পরিস্থিতিতে লঙ্কানদের আর বিশেষ আশা নেই। চতুর্থ দিনেই ম্যাচ শেষ হয়ে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করবে অস্ট্রেলিয়া, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।