সংসদে পেশ হতে চলেছে নয়া আয়কর বিল। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবারই সংসদে আসতে পারে বহু প্রতীক্ষিত এই বিল। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে এটি। এবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখেই আসছে নতুন পরিবর্তন। প্রধান লক্ষ্য—আইনের জটিলতা দূর করে সাধারণ মানুষের জন্য সহজবোধ্য করা।
এই নয়া বিলে আয়কর আইনের বহু ধারা সরলীকরণ করা হবে। জটিল ভাষার পরিবর্তে এমন বিধান আনা হবে, যা করদাতারা সহজেই বুঝতে পারবেন। বাজেট বক্তৃতার সময়ই নির্মলা সীতারামন ইঙ্গিত দিয়েছিলেন, এবার আয়কর ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে। নতুন স্ল্যাবে যুক্ত হয়েছে ২৫ শতাংশ কর হার, বদল হয়েছে বিভিন্ন স্তরের কর হারের ক্ষেত্রেও।
নতুন আয়কর কাঠামো অনুযায়ী, ৪ লাখ টাকা পর্যন্ত আয় হলে কোনও কর দিতে হবে না। ৪ থেকে ৮ লাখে কর ৫ শতাংশ, ৮ থেকে ১২ লাখে ১০ শতাংশ, ১২ থেকে ১৬ লাখে ১৫ শতাংশ, ১৬ থেকে ২০ লাখে ২০ শতাংশ, ২০ থেকে ২৪ লাখে ২৫ শতাংশ এবং ২৪ লাখের উপরে ৩০ শতাংশ কর ধার্য করা হয়েছে। বাজেটে ঘোষিত এই নতুন স্ল্যাব কার্যকর হলে আয় অনুযায়ী করদাতারা কতটা লাভবান হবেন?
সরকারি হিসেব বলছে, যাঁদের আয় ৮ লাখ টাকা, তাঁরা ৩০ হাজার টাকা সাশ্রয় করবেন। ৯ লাখ আয় হলে করদাতার ৪০ হাজার টাকা বাঁচবে। ১০ লাখ টাকা আয় থাকলে ৫০ হাজার টাকা কর ছাড় মিলবে। ১২ লাখ টাকা আয়ের ক্ষেত্রে ৮০ হাজার টাকা, ১৬ লাখ আয়ের ক্ষেত্রে ৫০ হাজার টাকা, ১৮ লাখ আয়ের ক্ষেত্রে ৭০ হাজার টাকা এবং ২০ লাখ আয়ের ক্ষেত্রে ৯০ হাজার টাকা কর ছাড় মিলবে।
সবচেয়ে বেশি লাভবান হবেন ২৫ লাখ টাকা আয়ের করদাতারা। তাঁদের আয়কর বাবদ ১,১০,০০০ টাকা বাঁচবে। নতুন আয়কর বিল সংসদে পাশ হলে এই সুবিধাগুলি কবে কার্যকর হবে, সে দিকেই নজর থাকবে সাধারণ মানুষের।