কটকের বারাবাটি স্টেডিয়ামে আজ মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ লিড নেওয়ার পর এবার সিরিজ জয়ের হাতছানি রোহিত শর্মাদের সামনে। নাগপুরের প্রথম ওয়ান ডে ম্যাচে ইংল্যান্ডকে সহজেই হারিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে ভারতের। কটকের মাটিতেও জয়ের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর স্বাগতিকরা।
নাগপুরে প্রথম ম্যাচে ইংল্যান্ড ব্যাট হাতে সুবিধা করতে পারেনি। ৪৭.৪ ওভারে ২৪৮ রানে অল-আউট হয়ে যায় তারা। অধিনায়ক জোস বাটলার করেন ৫২, জেকব বেথেল করেন ৫১ রান। ভারতীয় বোলিং আক্রমণে বিধ্বংসী ছিলেন হর্ষিত রানা ও রবীন্দ্র জাদেজা। দুজনেই ৩টি করে উইকেট তুলে নেন।
লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে। ৩৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫১ রান তুলে জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়া। শুভমন গিল করেন ৮৭ রান, শ্রেয়স আইয়ার ৫৯ ও অক্ষর প্যাটেল অপরাজিত থাকেন ৫২ রানে। ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন আদিল রশিদ ও সাকিব মাহমুদ। ম্যাচসেরা হন শুভমন গিল।
এবার কটকে ইংল্যান্ড ঘুরে দাঁড়াতে মরিয়া। সিরিজ বাঁচাতে হলে আজ জয় ছাড়া বিকল্প নেই ব্রিটিশদের। তবে ফর্মে থাকা ভারতীয় দল কোনো ছাড় দিতে রাজি নয়। রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিলদের ব্যাটিং শক্তি ইংল্যান্ডের বড় মাথাব্যথার কারণ। অন্যদিকে, বুমরাহ, জাদেজা ও হর্ষিত রানার দুর্দান্ত ফর্ম আরও কঠিন করে তুলেছে সফরকারীদের জন্য।
কটকের স্পিন সহায়ক উইকেটেও ভারতীয়দের স্পিন অ্যাটাক বাড়তি সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে। ইংল্যান্ডের ব্যাটারদের স্বস্তিতে রাখতে হলে পেসারদের পাশাপাশি আদিল রশিদদের কার্যকর ভূমিকা রাখতে হবে।
আজকের ম্যাচই নির্ধারণ করবে সিরিজের ভাগ্য। ভারত কি কটকেই সিরিজ জয়ের উৎসব করবে, নাকি ইংল্যান্ড লড়াইয়ে ফিরবে—তা জানতে চোখ রাখতে হবে ২২ গজে।