সিডনি টেস্টের পর থেকেই ধোঁয়াশা চলছিল, জসপ্রীত বুমরা কি ফিরবেন? ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, তৃতীয় ওয়ান ডে-তে খেলতে পারেন তিনি। কিন্তু সেই সম্ভাবনাও উড়ে গেল। ভারতীয় দলের প্রধান অস্ত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতেও থাকছেন না। চোট কাটিয়ে ফেরা হয়নি, তাই দল তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না।
তবে ভারতীয় ক্রিকেট মহলে আরও একটি বড় প্রশ্ন—বিরাট কোহলির ফর্ম কি ফিরে আসবে? বিশ্বকাপ ফাইনালের সেই মাঠেই এবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নামছে ভারতীয় দল। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত হয়ে গিয়েছে। দ্বিতীয় ওয়ান ডে-তে ক্যাপ্টেন রোহিত শর্মা বিধ্বংসী সেঞ্চুরি করেছেন, যা ভারতীয় ক্রিকেটভক্তদের স্বস্তি দিয়েছে। এবার প্রত্যাশা বিরাট কোহলির কাছে। তাঁর ব্যাট যদি জ্বলে ওঠে, তাহলে এই ম্যাচেও ভারতীয় দল অপ্রতিরোধ্য হয়ে উঠবে।
সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় একাধিক পরিবর্তন দেখা যেতে পারে দলে। লোকেশ রাহুলের জায়গায় কিপার হিসেবে ঋষভ পন্থ সুযোগ পেতে পারেন। একইভাবে স্পিন বিভাগেও বদল হতে পারে, বরুণ চক্রবর্তীর জায়গায় দেখা যেতে পারে কুলদীপ যাদবকে। তবে সবচেয়ে বড় নজর থাকবে পেস বিভাগে। ম্যাচের আগের দিন ভারতীয় দল অনুশীলন করেনি, ফলে একাদশ নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। তবে সম্ভাবনা জোরাল, বাঁ হাতি পেসার অর্শদীপ সিংয়ের অভিষেক হতে পারে ওয়ান ডে ক্রিকেটে।
টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ পারফরম্যান্স করেছেন অর্শদীপ। এবার ওয়ান ডে ক্রিকেটেও তাঁর প্রতিভা দেখার অপেক্ষায় ভারতীয় সমর্থকরা। বিশ্বকাপ ফাইনালের স্মৃতির মঞ্চেই এবার নতুন অধ্যায় লিখতে প্রস্তুত ভারতীয় দল।