মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের ক্ষোভ অব্যাহত। এরইমধ্যে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার দ্রুত শুনানির দাবিতে আদালতের রেজিস্ট্রারের কাছে ইমেল পাঠিয়েছে কর্মচারী সংগঠন। তাদের দাবি, মামলার শুনানি দ্রুত শুরু হোক এবং বকেয়া ডিএ’র নিষ্পত্তি হোক।
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে তারা অনুরোধ জানিয়ে ইমেল করেছেন, যাতে মামলার পরবর্তী শুনানির দিন দ্রুত নির্ধারণ করা হয়। তিনি বলেন, “শীর্ষ আদালতের ওয়েবসাইটে ২৫ মার্চ, ২০২৫, সম্ভাব্য শুনানির দিন হিসেবে দেখানো হয়েছে। সেই দিনেই যাতে আদালত মামলাটি শোনে, সেই আর্জি জানানো হয়েছে।”
উল্লেখ্য, সুপ্রিম কোর্টে বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে গত ৭ জানুয়ারি শেষবার মামলাটি উঠেছিল। তবে তখন শুনানি পিছিয়ে গিয়েছিল। এর মধ্যেই বিচারপতি হৃষিকেশ রায় অবসর গ্রহণ করায় মামলার শুনানি এখন নতুন বেঞ্চে হবে। কনফেডারেশনের দাবি, মামলাটি দীর্ঘদিন ধরে ঝুলে আছে এবং কর্মচারীরা ন্যায্য মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন।
রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে ডিএ দাবি করছেন। তারা অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা দেশের অন্যান্য রাজ্যের কর্মীদের তুলনায় অনেক কম ডিএ পান। এই বৈষম্যের অবসান চেয়ে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। যদিও মামলাটি বহুবার পিছিয়েছে, এবার সংগঠন চাইছে দ্রুত নিষ্পত্তি।
রাজ্যের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, রাজ্যের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখেই ডিএ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কর্মচারীদের সংগঠন বলছে, সুপ্রিম কোর্টের রায় যাই হোক, রাজ্যকে তা মানতেই হবে। এখন দেখার, আগামী ২৫ মার্চ মামলার শুনানি আদৌ হয় কি না এবং তাতে কী রায় দেয় সর্বোচ্চ আদালত।