বিরাট কোহলি নন! তাহলে আইপিএল ২০২৫-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বে কে থাকবেন? এই প্রশ্ন এখন ক্রিকেটপ্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে। যদিও দল থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিশ্বস্ত সূত্রের দাবি—কোহলি এবারও নেতৃত্ব নিতে রাজি নন। ফলে নতুন অধিনায়ক নির্বাচনের দৌড়ে এগিয়ে রয়েছেন রজত পতিদার এবং ক্রুণাল পান্ডিয়া।
দলের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ম্যানেজমেন্ট এই বিষয়ে গভীর আলোচনায় ব্যস্ত। কোহলিকে ঘিরেই আইপিএল ২০২৫-এর নিলাম কৌশল সাজানো হয়েছিল, কিন্তু তিনি নেতৃত্ব না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। ফলে এখন নতুন বিকল্পের সন্ধানে রয়েছে ফ্র্যাঞ্চাইজি।
দলীয় পরিকল্পনায় রজত পতিদারের নাম উঠে এসেছে সবচেয়ে জোরালোভাবে। সদ্য সমাপ্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মধ্যপ্রদেশকে ফাইনালে তুলেছিলেন তিনি এবং ব্যক্তিগতভাবে দারুণ ফর্মে ছিলেন। ৯ ইনিংসে ৪২৮ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। তবে ক্রুণাল পান্ডিয়ার অভিজ্ঞতাও আরসিবি ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে। বারোদার হয়ে অধিনায়কত্বের অভিজ্ঞতা এবং তার ম্যাচে উপস্থিত বুদ্ধি দলের কাজে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণার জন্য ১৩ ফেব্রুয়ারি আরসিবি একটি ‘বিশেষ সাংবাদিক সম্মেলন’-এর আয়োজন করেছে। সেখানে উপস্থিত থাকবেন দলের ডিরেক্টর অব ক্রিকেট মো বাবাত, প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার এবং গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। মেন্টর দীনেশ কার্তিকও থাকতে পারেন, কারণ তিনিই নেতৃত্বের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন।
এখন প্রশ্ন একটাই—পতিদার, নাকি পান্ডিয়া? নাকি ম্যানেজমেন্ট আরও বড় চমক দিতে চলেছে? অপেক্ষা ১৩ ফেব্রুয়ারির, যখন নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে।