১৪ ফেব্রুয়ারি, প্রেমের দিন। বসন্তের মিষ্টি হাওয়ায় যখন প্রেমিক-প্রেমিকারা একে অপরকে ভালোবাসার বার্তা দিচ্ছেন, তখনই এক নতুন প্রেমের গল্প শোনালেন কবীর সুমন। নিজের ভ্যালেন্টাইন ২০২৫-এর সঙ্গে ছবি শেয়ার করে প্রেমের কথা অকপটে স্বীকার করলেন এই বর্ষীয়ান গায়ক-সাংবাদিক।
সোশ্যাল মিডিয়ায় কবীর সুমন পোস্ট করেছেন একটি বিশেষ ছবি। সেখানে দেখা যাচ্ছে, এক মহিলা সেলফি তুলছেন আর পিছনে দাঁড়িয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে আছেন কবীর সুমন। জানা গেছে, সেই মহিলার নাম সৌমী বসু মল্লিক, যিনি হাওড়ার বাসিন্দা। ছবির ক্যাপশনে কবীর সুমন লিখেছেন, আমাদের ভ্যালেন্টাইন— সঙ্গে ছবির মধ্যেই লেখা ভ্যালেন্টাইন ২০২৫। মুহূর্তেই এই পোস্ট ভাইরাল হয়ে যায়।
অনেকেই মন্তব্য করেছেন, কি সুন্দর! কি মিষ্টি! ফাল্গুনের শুভেচ্ছা ও ভালবাসা।এক ব্যক্তি লেখেন, ও বাবা! কি সুন্দর! কি উজ্জ্বল! হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তবে সবথেকে নজর কাড়ে সৌমীর কমেন্ট— আমি তোমায় ভালবাসি।
তবে, প্রেম দিবসের এই নতুন কাহিনি প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে, তাহলে কবীর সুমনের পুরনো প্রেমের ইতিহাস কী? তিনি নিজেই একবার জানিয়েছিলেন, তিনি পাঁচবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রথম স্ত্রী ছিলেন বাংলাদেশি সোফিয়া নাজমা চৌধুরী, যাঁকে বিয়ে করার জন্য তিনি ধর্মান্তরিত হয়েছিলেন বলে শোনা যায়। এরপর জার্মানির মারিয়ার সঙ্গে সম্পর্ক, কিন্তু তা ভেঙে যায় তিক্ত অভিজ্ঞতায়। এরপর বাংলাদেশি গায়িকা সাবিনা ইয়াসমিনের সঙ্গে তাঁর বিয়ে হয়, যদিও তাঁরা দীর্ঘদিন একসঙ্গে নেই।
কিন্তু তাঁর চতুর্থ ও পঞ্চম স্ত্রী কারা, সেই তথ্য এখনও রহস্যে মোড়া। তবে এসব ছাপিয়ে গেছে ভ্যালেন্টাইন ২০২৫-এর গল্প। ৭৫ বছর বয়সেও প্রেমে বিভোর কবীর সুমন, আর তাঁর মনের মানুষের নাম এবার সৌমী বসু মল্লিক!