একটা বিতর্কিত মন্তব্যের জেরে মুহূর্তে বদলে গেল জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার জীবন। ‘ইন্ডিয়া’স গট লেটেন্ট’-এ তাঁর করা অশালীন মন্তব্য নিয়ে চারিদিকে তুমুল সমালোচনা। রণবীরের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থার দাবি তুলছেন নেটিজেনরা। এমনকি কেউ কেউ তাঁর গ্রেফতারির দাবিও করেছেন। কিন্তু বিতর্কের আঁচ এবার পৌঁছেছে তাঁর ব্যক্তিগত জীবনেও।
রণবীরের অনুরাগীরা জানেন, বিরাট কোহলিকে নিজের শোয়ে আনার দীর্ঘদিনের স্বপ্ন ছিল তাঁর। বিরাটের প্রতি তাঁর অগাধ শ্রদ্ধা ও ভালোবাসার কথাও তিনি একাধিকবার প্রকাশ করেছেন। কিন্তু রণবীরের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের জেরে স্বপ্নভঙ্গ হল ইউটিউবারের। সূত্রের খবর, বিরাট কোহলি ইনস্টাগ্রামে রণবীরকে আনফলো করেছেন!
কী এমন বলেছিলেন রণবীর, যার জেরে তাঁর কেরিয়ার এই বড় ধাক্কা খেল? অভিযোগ, একটি অনুষ্ঠানে বাবা-মায়ের প্রসঙ্গ টেনে অশালীন মন্তব্য করেন তিনি। সেই মন্তব্যের ভিডিও ভাইরাল হতে না হতেই সোশ্যাল মিডিয়ায় রণবীরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বহু মানুষ। একদিকে আইনি জটিলতা, অন্যদিকে জনপ্রিয়তার গ্রাফ নিম্নমুখী হওয়া— সব মিলিয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন রণবীর।
বিরাট কোহলির মতো একজন বিশ্বখ্যাত ক্রীড়াবিদের আনফলো করা নিঃসন্দেহে রণবীরের কেরিয়ারে বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। তাঁর ভক্তরা মনে করছেন, এটাই শুধুমাত্র শুরু, আরও অনেকেই হয়তো তাঁকে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেবেন। তবে এই বিতর্কের শেষ কোথায়, তা এখন সময়ই বলবে!