মুর্শিদাবাদ: ক্রিপ্টোকারেন্সির নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন কানাড়া ব্যাঙ্কের এক শাখা ব্যবস্থাপক। গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে ৪৩ লক্ষ টাকা তুলে নিজের অ্যাকাউন্টে স্থানান্তর করার অভিযোগে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থেকে তাঁকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার অপরাধদমন শাখা।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সৌরভ মণ্ডল। তিনি বহরমপুরের বাসিন্দা এবং সামসেরগঞ্জের কানাড়া ব্যাঙ্কের শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিজের অ্যাকাউন্টে স্থানান্তর করতেন এবং সেই অর্থ ক্রিপ্টোকারেন্সি লেনদেনে ব্যবহার করতেন।
গত ৫ ফেব্রুয়ারি, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হওয়ার পর সিআইডির সাইবার অপরাধদমন শাখার একটি বিশেষ দল মুর্শিদাবাদে অভিযান চালায়। তদন্তের পর প্রমাণ হাতে আসতেই সামসেরগঞ্জ থেকে সৌরভ মণ্ডলকে গ্রেফতার করা হয়। পুলিশ ইতিমধ্যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখছে এবং প্রতারণার পুরো চক্রটির সাথে আর কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতারণার শিকার গ্রাহকরা দ্রুত তাঁদের অর্থ ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে এবং অপরাধ প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।