প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত-আমেরিকা সম্পর্ক আরও মজবুত হতে চলেছে। সম্প্রতি মার্কিন সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। উঠে এসেছে অত্যাধুনিক যুদ্ধবিমান, অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল, ইনফ্র্যান্টি কমব্যাট ভেহিকেল এবং সমুদ্র টহলদারি বিমানের প্রসঙ্গ।
বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, মহাকাশ, এয়ার ডিফেন্স, ক্ষেপণাস্ত্র, সমুদ্র প্রতিরক্ষা এবং গভীর সমুদ্রে অভিযানের মতো বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ সহযোগিতা আরও বাড়াতে সম্মত হয়েছে। ভারতকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এবং আধুনিক সমুদ্র প্রতিরক্ষা সরঞ্জাম প্রদানের নীতি পর্যালোচনা করার আশ্বাস দিয়েছে আমেরিকা।
বিশেষভাবে গুরুত্ব পেয়েছে এফ-৩৫ যুদ্ধবিমান এবং ‘জ্যাভেলিন’ অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল। এছাড়া, স্ট্রাইকার ইনফ্র্যান্টি কমব্যাট ভেহিকেল এবং পি-৮আই মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট নিয়েও আলোচনা হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, ভারতকে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করার বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। যদিও মোদী এই বিষয়ে নির্দিষ্ট কোনো মন্তব্য করেননি, তবে প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও গভীর হওয়ার ইঙ্গিত মিলেছে।