জেলা স্কুল পরিদর্শকের নতুন নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, সরকার-পোষিত স্কুলগুলি ২৪০ টাকার বেশি ফি নিতে পারবে না। উন্নয়নের নামে অতিরিক্ত টাকা নেওয়াও নিষিদ্ধ। কেউ যদি এই নিয়ম লঙ্ঘন করে, তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
সম্প্রতি হাওড়া জেলা স্কুল শিক্ষা দফতর সমস্ত স্কুলকে এই নির্দেশ পাঠিয়েছে। অভিযোগ উঠছিল, সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু স্কুল পড়ুয়াদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছে। সেই কারণেই এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, যদি কোনও স্কুল এর আগে বেশি টাকা নিয়ে থাকে, তবে তা ফিরিয়ে দিতে হবে।
এই নির্দেশিকার পর, বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই দাবি করেছে, তাদের লাগাতার আন্দোলনের ফলেই প্রশাসন এই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। সংগঠনের জেলা নেতৃত্ব জানিয়েছে, তারা তিন বছর ধরে বিষয়টি নিয়ে স্কুল পরিদর্শকের কাছে অভিযোগ জানাচ্ছিল।
এদিকে, নির্দেশিকা জারির পরও এসএফআই তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছে। সংগঠনের দাবি, স্কুলগুলিতে বহু শিক্ষক-শিক্ষিকার পদ ফাঁকা রয়েছে, দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। পাশাপাশি, কিছু স্কুল বন্ধ করার চক্রান্ত চলছে বলেও অভিযোগ তুলেছে তারা। আগামী ৮ এপ্রিল জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনা করেছে এসএফআই।