ভালোবাসার বিশেষ দিনেই পূর্ব মেদিনীপুরের খেজুরিতে এক যুবকের রহস্যময় মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার ভ্যালেন্টাইনস ডে-র সকালে খেজুরির দক্ষিণ কলমদানে একটি মাংসের দোকান থেকে উদ্ধার করা হয় ৩০ বছরের যুবক সুমন জানার ঝুলন্ত দেহ। সুমনের দেহটি ঠিক সেইভাবে ঝুলানো ছিল, যেমনটি মাংসের দোকানে কাটা মাংস ঝুলিয়ে রাখা হয়।
নিহতের পরিবারের সদস্যদের দাবি, সুমন সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে অশান্তিতে ছিলেন। তাঁরা অভিযোগ করেছেন যে, সুমনকে খুনের হুমকি দেওয়া হয়েছিল এবং সম্ভবত সেই মহিলা অথবা অন্য কেউ সুমনকে খুন করে এইভাবে তার দেহ ঝুলিয়ে রেখেছে।
এদিকে, পুলিশ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা সম্ভব হবে। পুলিশের পক্ষ থেকে সুমনের মাংসের দোকান সিল করে তদন্ত শুরু করা হয়েছে।