বলিউড অভিনেতা প্রতীক বব্বর প্রেমিকা তথা অভিনেত্রী প্রিয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন। ছিমছাম আয়োজনে ঘনিষ্ঠ পরিজনদের উপস্থিতিতে বিয়ে সারলেন দু’জন। তবে গুঞ্জন, ছেলের বিয়েতে নিমন্ত্রণই পাননি প্রতীকের বাবা, অভিনেতা রাজ বব্বর!
প্রতীক, প্রয়াত অভিনেত্রী স্মিতা পাটিল ও রাজ বব্বরের পুত্র। তবে রাজ কখনও স্মিতার সঙ্গে সম্পর্ককে স্বীকৃতি দেননি, দূরত্বই ছিল তাঁদের। শোনা যায়, প্রতীক ও রাজের সম্পর্কও খুব একটা মধুর নয়।
২০২৩ সালে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে প্রতীক-প্রিয়ার। ওই বছরই প্রেমের প্রস্তাব দেন প্রতীক, জানিয়ে দেন— প্রিয়াই তাঁর জীবন। এর আগে সন্যা সাগরের সঙ্গে প্রতীকের বিয়ে হলেও তা ২০২৩ সালে ভেঙে যায়।
প্রিয়া বন্দ্যোপাধ্যায় বলিউড, তামিল ও তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। “বেকাবু”, “হ্যালো মিনি”, “অসুরা”, “বারিশ”-এর মতো সিনেমায় নজর কাড়েন তিনি। বিয়ের পরই কাজে ফিরতে চলেছেন প্রিয়া।