বাংলার সংগীত জগতের এক উজ্জ্বল অধ্যায়ের অবসান। প্রয়াত হলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর এদিন সকাল ১০টায় এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
জানুয়ারির প্রথম সপ্তাহে হঠাৎ নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অতিরিক্ত সংক্রমণের ফলে কিডনি ও ফুসফুসেও প্রভাব পড়ে। শেষ পর্যন্ত অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়, কিন্তু শেষরক্ষা হল না।
কয়েকদিন আগেই এসএসকেএম হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু দেখা করাই নয়, তাঁর গলায় জনপ্রিয় গান “আমি বাংলার গান গাই” শুনে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। সেই মুহূর্তের ভিডিও শেয়ার করেছিলেন নিজের সোশ্যাল মিডিয়াতেও।
সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় মানেই প্রতিবাদ, মানেই জাগরণের সুর। “আমি বাংলার গান গাই”— এই গান আজও বাংলার মাটি, মানুষ, আন্দোলনের প্রতীক হয়ে রয়েছে। যন্ত্রানুসঙ্গ ছাড়াই তাঁর উদাত্ত কণ্ঠই ছিল সুরের শক্তি। আজ তাঁর প্রয়াণে বাংলার সংগীত মহলে নেমে এসেছে শোকের ছায়া।
ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে এসে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন। কিংবদন্তির প্রয়াণে বাংলা হারাল এক সত্যিকারের গায়ক, যাঁর গানে ছিল প্রতিবাদের ভাষা, ভালোবাসার উষ্ণতা, এবং বাংলার আত্মপরিচয়।