ক্রমাগত পড়ছে বাজার, বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ। ধ্রুব ক্যাপিটাল সার্ভিসেসের শেয়ারও এই ধাক্কা সামলাতে পারেনি। গত এক বছরে শেয়ারটির দাম পড়েছে ৪৩.৬৭ শতাংশ। অথচ দীর্ঘমেয়াদে এই স্টক দিয়েছে আকাশছোঁয়া রিটার্ন। মাত্র চার বছরে ১ লক্ষ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১.১ কোটি টাকায়। এত বড় রিটার্নের পরও কি এখন এই শেয়ার কেনার কথা ভাববেন?
২০১৯ সালে ধ্রুব ক্যাপিটাল সার্ভিসেসের শেয়ার প্রতি দাম ছিল মাত্র ১.৯৫ টাকা। বর্তমানে সেই শেয়ারের মূল্য ২১০ টাকা। ১৩ ফেব্রুয়ারি এটি ছিল ২১৫ টাকার আশেপাশে। তবে এই স্টকের উত্থান-পতনের গল্প এখানেই শেষ নয়। একসময় এই শেয়ারের দাম পৌঁছেছিল ৪৮৫ টাকায়, যা এখন অনেকটাই কমেছে।
গত এক মাসে এই শেয়ারের দাম পড়েছে ৩৩ শতাংশ। অর্থাৎ স্বল্পমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এটি কোনও লাভজনক বিকল্প নয়। এক বছর আগে কেউ ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে বর্তমানে তার মূল্য দাঁড়াত ৬০ হাজার টাকায়। ছয় মাসের বিনিয়োগ থাকলে সেই মূল্য ৭০ হাজারের কাছাকাছি থাকত। কিন্তু তিন বছর আগে বিনিয়োগ করা হলে সেই ১ লক্ষ টাকা বেড়ে দাঁড়াত ৩৬ লক্ষে।
ধ্রুব ক্যাপিটাল সার্ভিসেস একটি নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান। বিনিয়োগ ও অর্থ সংক্রান্ত নানা পরিষেবা প্রদান করে তারা। করোনা মহামারির পর থেকেই এই সংস্থার শেয়ার মূল্য ক্রমাগত বেড়েছে। তবে সাম্প্রতিক সময়ে বাজারের অস্থিরতায় ধাক্কা খেয়েছে এই স্টক।
নতুন বিনিয়োগকারীদের প্রশ্ন, এখনও কি এই স্টকে বিনিয়োগ করা উচিত? বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য এটি এখনও লাভজনক হতে পারে, তবে স্বল্পমেয়াদী বিনিয়োগকারীদের জন্য ঝুঁকি রয়ে গেছে। সাম্প্রতিক পতনের পর শেয়ারটি কেমন পারফর্ম করবে, তা বাজারের অবস্থার ওপর নির্ভর করছে।