নয়া দিল্লি: শুধু ফাঁকা আওয়াজে কাজ হবে না, চাই শক্তিশালী উৎপাদন ক্ষেত্র। হাতে ধরা চিনের তৈরি ড্রোন দেখিয়ে শনিবার এমনটাই বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, নতুন প্রযুক্তির ব্যবহারে ভারতকে আরও শক্তিশালী হতে হবে, যাতে দেশের যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থান তৈরি হয়।
শনিবার এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেন রাহুল গান্ধী। ভিডিয়োতে তিনি হাতে ধরে দেখান একটি চিনা ড্রোন— ডিজেআই মডেলের। এই ড্রোনের ব্যাটারি, মোটর, ক্যামেরা, এবং উন্নত টেলিকমিউনিকেশন প্রযুক্তির প্রশংসা করে তিনি বলেন, এই ছোট্ট যন্ত্র যুদ্ধক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে দিচ্ছে। ইউক্রেনে বিশাল অস্ত্র ও ট্যাঙ্ক বাতিল হয়ে যাচ্ছে এই ড্রোনের সামনে। রাহুলের মতে, এই প্রযুক্তি শুধুই যুদ্ধের জন্য নয়, বরং একটি শক্তিশালী শিল্প ব্যবস্থার প্রতিফলন।
তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেন, প্রধানমন্ত্রী যখন এআই-নির্ভর টেলিপ্রম্পটারে ভাষণ দিচ্ছেন, তখন প্রতিযোগীরা নতুন প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। আমাদের ফাঁকা কথায় কাজ হবে না, ভারতকে শক্তিশালী উৎপাদন ক্ষেত্র গড়ে তুলতে হবে। তাঁর মতে, ভারতীয় যুব সম্প্রদায়ের বিপুল প্রতিভা রয়েছে, যা ঠিকমতো ব্যবহারের সুযোগ পাচ্ছে না।
ড্রোন প্রযুক্তির প্রসঙ্গে রাহুল বলেন, যুদ্ধক্ষেত্র এখন আরও স্বচ্ছ হয়ে গিয়েছে। ড্রোনের মাধ্যমে ওপর থেকে শত্রুর সমস্ত গতিবিধি নিরীক্ষণ করা সম্ভব। ফলে নিশানা স্থির করা আরও সহজ হচ্ছে। আমাদেরও এ ধরনের উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে চিনের সঙ্গে প্রতিযোগিতা করা যায়।
তাঁর এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বিজেপির তরফে পাল্টা প্রতিক্রিয়া আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে রাহুলের এই বক্তব্য ভারতীয় প্রতিরক্ষা ও শিল্প খাতের জন্য নতুন এক ভাবনার জন্ম দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।